নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিএসপির জন্য শ্রম অধিকারের ১১ দফা বাস্তবায়ন করতে বলেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ‘শ্রমিক অধিকারকে আরও যুগোপযোগী করাসহ ১১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার। শ্রমিক অধিকারের বিষয়গুলো কমপ্লায়েন্স করতে পারলে অবশ্যই জিএসপি সুবিধা পাব।’
সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, মার্কিন দূতাবাসের প্রধান মেগান বোল্ডিংসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বাণিজ্যসচিব বলেন, ‘এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। মূলত শ্রমিকের জীবনযাপন, মানোন্নয়ন এবং ইউনিয়ন অ্যাকটিভিটিস করার জন্য এগুলো করা হচ্ছে। আমরা সবাই এক লাইনেই কাজ করছি। আজকে তারা নিয়মিত ভিজিটের অংশ হিসেবে এখানে এসেছে। আমরা আমাদের দিক থেকে কীভাবে ট্রেড বাড়ানো, মার্কেট এক্সেস বাড়ানোর জন্য তাদের তাগিদ দিয়েছি। তারা এ বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে।’
সেলিম উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার অনেক সংস্কারকাজে হাত দিয়েছে, লেবার খাতেও সংস্কার করার জন্য আলাদা একটি টিম কাজ করছে। এখানে শ্রম, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ ও প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সবাই সমন্বিতভাবে কাজ করছে। মূলত তারা লেবার রাইটস ও লেবার ইউনিয়ন সংক্রান্ত ইস্যু নিয়ে আসছে। আর আমরা আমেরিকার অর্থনীতিতে আমাদের শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়ানোর কথা বলেছি।’
এ ছাড়া আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা বলেন, ‘চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে এরই মধ্যে ঘোষণা দিয়েছে। আমরা অধিক পণ্য রপ্তানির মাধ্যমে এ সুযোগ কাজে লাগাতে চাই। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক অনন্য মাত্রা যোগ করেছে। মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে।’
চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে চীন বাংলাদেশ থেকে আরও পণ্য; বিশেষ করে আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আগামী বছরের জুলাই মাসে চীন বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় উল্লেখ করে তিনি এই আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।
জিএসপির জন্য শ্রম অধিকারের ১১ দফা বাস্তবায়ন করতে বলেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ‘শ্রমিক অধিকারকে আরও যুগোপযোগী করাসহ ১১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার। শ্রমিক অধিকারের বিষয়গুলো কমপ্লায়েন্স করতে পারলে অবশ্যই জিএসপি সুবিধা পাব।’
সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, মার্কিন দূতাবাসের প্রধান মেগান বোল্ডিংসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বাণিজ্যসচিব বলেন, ‘এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। মূলত শ্রমিকের জীবনযাপন, মানোন্নয়ন এবং ইউনিয়ন অ্যাকটিভিটিস করার জন্য এগুলো করা হচ্ছে। আমরা সবাই এক লাইনেই কাজ করছি। আজকে তারা নিয়মিত ভিজিটের অংশ হিসেবে এখানে এসেছে। আমরা আমাদের দিক থেকে কীভাবে ট্রেড বাড়ানো, মার্কেট এক্সেস বাড়ানোর জন্য তাদের তাগিদ দিয়েছি। তারা এ বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে।’
সেলিম উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার অনেক সংস্কারকাজে হাত দিয়েছে, লেবার খাতেও সংস্কার করার জন্য আলাদা একটি টিম কাজ করছে। এখানে শ্রম, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ ও প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সবাই সমন্বিতভাবে কাজ করছে। মূলত তারা লেবার রাইটস ও লেবার ইউনিয়ন সংক্রান্ত ইস্যু নিয়ে আসছে। আর আমরা আমেরিকার অর্থনীতিতে আমাদের শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়ানোর কথা বলেছি।’
এ ছাড়া আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা বলেন, ‘চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে এরই মধ্যে ঘোষণা দিয়েছে। আমরা অধিক পণ্য রপ্তানির মাধ্যমে এ সুযোগ কাজে লাগাতে চাই। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক অনন্য মাত্রা যোগ করেছে। মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে।’
চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে চীন বাংলাদেশ থেকে আরও পণ্য; বিশেষ করে আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আগামী বছরের জুলাই মাসে চীন বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় উল্লেখ করে তিনি এই আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৩ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
৩ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৯ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৪ ঘণ্টা আগে