Ajker Patrika

ঈদে এখন পর্যন্ত ৭৩ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২২, ১৬: ১৬
Thumbnail image

প্রতি ঈদের আগেই আলোচনা হয় যে, কত মানুষ ঢাকা ছাড়বেন। এবারও হয়েছে সেই আলোচনা। মহামারির কারণে গত দুই বছর সামাজিক ঈদ ছিল না। এবার তাই ঈদ পালনে বাঁধভাঙা ঢল নামবে—এমনটাই ধারণা করা হয়েছিল।

শুধু গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ রোববার বেলা ২টা ৫০ মিনিটে দেওয়া স্ট্যাটাসে মন্ত্রী বলেন, এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে। সে হিসাবে চার দিনে ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গেছে।

২৯ ও ৩০ এপ্রিল এই দুদিনে ঢাকা ছেড়ে যাওয়া সিমের একটি পরিসংখ্যানের ছবিও পোস্টের সঙ্গে দিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী।

সেখানে দেখা যায়, ঢাকা ছাড়ার তালিকায় সবচেয়ে বেশি আছে গ্রামীণফোনের সিম প্রথম দিনে ৮ লাখ ৩৩ হাজার ২২৩টি, গতকাল ১০ লাখ ২৮ হাজার ৯১৩টি। এরপর রবি অজিয়াটার যথাক্রমে ৪ লাখ ৯৫ হাজার ৬৪৫ এবং ৬ লাখ ৮০ হাজার ৬৯৫টি সিম ঢাকা ছেড়েছে। 

মোস্তফা-জব্বারবাংলালিংকের গতকাল ৬ লাখ ১ হাজার ৪৫০টি সিম এবং আগের দিন ৫ লাখ ২৩ হাজার ২৮২টি সিম ঢাকা ছেড়েছে। সবচেয়ে কম টেলিটকের ২৯ এপ্রিল ৮০ হাজার ৮৪০ এবং ৩০ এপ্রিল ৬৫ হাজার ১৬৮টি সিম ঢাকার বাইরে গেছে। 

মন্ত্রীর পোস্টের নিচে উত্তর কুমার নামের একজন মন্তব্য করেন একজনের তো একাধিক সিম আছে। সেখানে মোস্তাফা জব্বার উত্তরের লিখেছেন, ‘এ জন্যই আমরা সিমের হিসাব করেছি মানুষের না। তবে এর সাথে সিম ছাড়া লোকও তো ঢাকা ছেড়েছে। পরিবারের শিশু ও অন্য অনেকেই সিম নিবন্ধন করতে পারে না। সিমের জন্য তো এনআইডি লাগে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত