Ajker Patrika

দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হতে পারেন সুধাকর দালেলা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২২, ২১: ০৯
দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হতে পারেন সুধাকর দালেলা

বাংলাদেশে দায়িত্ব পালন করে এবার যুক্তরাজ্যে ভারত মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাকার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আর তাঁর স্থানে ঢাকায় দায়িত্ব নিয়ে আসতে পারেন সুধাকর দালেলা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রীভা গাঙ্গুলি দাশের উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। লন্ডনে গায়ত্রী ইশার কুমারের জায়গায় বিক্রম দোরাইস্বামীর পদায়ন নিশ্চিত হয়ে গেছে। পেশাদার কূটনীতিক বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। 

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন। 

সুধাকর দালেলা ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। কূটনীতিক হিসেবে সুধাকরের কাজ শুরু হয় ইসরায়েলে। পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতিবিষয়ক মিনিস্টারের পদেও ছিলেন তিনি। সুধাকর বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রিধারী সুধাকর এক মেয়ে ও এক ছেলের জনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত