কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চলতি বছর দেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ হজ করতে সৌদি আরব যেতে পারবেন। আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুই দেশের পক্ষে চুক্তিতে সই করেন। দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ও জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হজ হওয়ায় গত ১০ লাখ মানুষকে হজের সুযোগ দিয়েছিল সৌদি আরব। অন্যান্য দেশের মতো সংখ্যা কমিয়ে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়।
আর করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় ২০২১ সালে শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন। আর করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতেন।
এর আগে গতকাল রোববার সংসদে এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল।
তিনি আরও বলেন, ‘সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক।’
আরো পড়ুন:
চলতি বছর দেশের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ হজ করতে সৌদি আরব যেতে পারবেন। আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুই দেশের পক্ষে চুক্তিতে সই করেন। দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ও জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হজ হওয়ায় গত ১০ লাখ মানুষকে হজের সুযোগ দিয়েছিল সৌদি আরব। অন্যান্য দেশের মতো সংখ্যা কমিয়ে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়।
আর করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় ২০২১ সালে শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন। আর করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতেন।
এর আগে গতকাল রোববার সংসদে এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল।
তিনি আরও বলেন, ‘সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক।’
আরো পড়ুন:
শুধু পাঠদান নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যেন অনেক কাজের কাজি। ভোট গ্রহণ, ভোটার তালিকা, শুমারি, জরিপ, টিকাদান, কৃমিনাশক ওষুধ ও ভিটামিন ক্যাপসুল খাওয়ানো, টিসিবির চাল বিতরণ, বিভিন্ন অনুষ্ঠানসহ বারোয়ারি অন্তত ২০ ধরনের কাজ করতে হচ্ছে তাঁদের। সরকারি এসব কাজে বছরে ব্যস্ত থাকছেন কমপক্ষে...
৯ ঘণ্টা আগেদেশের সব আসামির মামলা-সংক্রান্ত তথ্য-উপাত্ত থাকা পুলিশের ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সফটওয়্যারে মাদক কর্মকর্তাদের প্রবেশাধিকার দিচ্ছে না সরকার। পুলিশ সদর দপ্তরের সহযোগিতা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব সিডিএমএস তৈরি করবে।
১০ ঘণ্টা আগে২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারিয়েছিলেন দুই কলেজশিক্ষার্থী। সেই ঘটনার পর শুরু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন। ধরন ও মাত্রার দিক থেকে তা ছিল দেশের ইতিহাসে নজিরবিহীন। ঢাকার হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আসে।
১০ ঘণ্টা আগেপুলিশের বিশেষ শাখার (এসবি) আশঙ্কা, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে। দলটির কিছু নেতা-কর্মী এ সময় সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
১০ ঘণ্টা আগে