Ajker Patrika

ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে চুক্তি সই

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (জিএআইএন) মধ্যে সমঝোতা স্মারক সই করেছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)। 

সচিবালয়ের আজ বুধবার এসএফডিএফর ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন আকন্দ এবং জিএআইএন-এর নির্বাহী পরিচালক লরেন্স হাদ্দাদ নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপস্থিতি ছিলেন। 

প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের কর্মক্ষম ও সুস্থ জীবন যাপনের প্রয়োজনে পুষ্টিসমৃদ্ধ খাদ্যের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির ফলে দেশ আজ খাদ‍্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির ফলে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করেন তিনি। 

এই চুক্তির আওতায় বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক ও প্রযুক্তিগত উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টিকর খাদ্য ভেল্যু চেইন নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত