নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিটি স্কুলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভর্তির ব্যবস্থার তাগাদা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্কুলগুলোর ভেতরে এই শিশুদের জায়গা দিতে বিশেষ কক্ষ রাখার কথা বলেছেন তিনি।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের প্রতিটি এলাকায় প্রাইমারি স্কুল আছে। তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে। এ রকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের (অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু) জন্য যেন স্কুলে একটা বিশেষ কক্ষ থাকে। যদি আমাদের কোটি বাচ্চার জন্য স্কুল থাকতে পারে, আমার ৫০ লাখ শিশুর জন্য থাকতে পারে না? আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে। প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া। এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার, আমি যাব। প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে। যে বাচ্চাদের বিশেষ মেধা আছে, তাদের চিহ্নিত করে, সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয়, সেটাও আমরা দেখব।’
উপদেষ্টা জানান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় হবে সেবাদানকারী প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের সেবা প্রতিটি গ্রামে নিয়ে যাওয়া হবে। মানুষকে এই দুটি মন্ত্রণালয়ের সেবা সম্পর্কে জানাতে প্রয়োজনে মেলার আয়োজন করা হবে।
প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর সে সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ২২ এপ্রিল অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্যাপন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) শামীমা ফেরদৌস। তিনি জানান, প্রতিবছর এনডিডি শিশুদের ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। গত অর্থবছরে এনডিডি ট্রাস্ট থেকে তিন হাজার এনডিডি শিশুকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার এনডিডি শিশুকে একই ধরনের অনুদান দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণসচিব ড. মো. মহিউদ্দিন। অতিথিদের মধ্যে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, অটিজম প্রতিবন্ধী ব্যক্তি ধ্রুপদ, অভিভাবক নকিব খান প্রমুখ। অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তিনজন শিশু এবং এই শিশুদের সুরক্ষায় অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়।
প্রতিটি স্কুলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভর্তির ব্যবস্থার তাগাদা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্কুলগুলোর ভেতরে এই শিশুদের জায়গা দিতে বিশেষ কক্ষ রাখার কথা বলেছেন তিনি।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের প্রতিটি এলাকায় প্রাইমারি স্কুল আছে। তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে। এ রকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের (অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু) জন্য যেন স্কুলে একটা বিশেষ কক্ষ থাকে। যদি আমাদের কোটি বাচ্চার জন্য স্কুল থাকতে পারে, আমার ৫০ লাখ শিশুর জন্য থাকতে পারে না? আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে। প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া। এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার, আমি যাব। প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে। যে বাচ্চাদের বিশেষ মেধা আছে, তাদের চিহ্নিত করে, সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয়, সেটাও আমরা দেখব।’
উপদেষ্টা জানান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় হবে সেবাদানকারী প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের সেবা প্রতিটি গ্রামে নিয়ে যাওয়া হবে। মানুষকে এই দুটি মন্ত্রণালয়ের সেবা সম্পর্কে জানাতে প্রয়োজনে মেলার আয়োজন করা হবে।
প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর সে সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ২২ এপ্রিল অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্যাপন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) শামীমা ফেরদৌস। তিনি জানান, প্রতিবছর এনডিডি শিশুদের ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। গত অর্থবছরে এনডিডি ট্রাস্ট থেকে তিন হাজার এনডিডি শিশুকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার এনডিডি শিশুকে একই ধরনের অনুদান দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণসচিব ড. মো. মহিউদ্দিন। অতিথিদের মধ্যে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, অটিজম প্রতিবন্ধী ব্যক্তি ধ্রুপদ, অভিভাবক নকিব খান প্রমুখ। অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তিনজন শিশু এবং এই শিশুদের সুরক্ষায় অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সরকারের প্রতি বিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের বিনা মূল্যে চিকিৎসা প্রদানের অনুরোধ জানানো হয় প্রস্তাবে।
৫ মিনিট আগেমঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৭ তম দিনের আলোচনার শুরুতে এই সিদ্ধান্তের কথা জানান সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
১ ঘণ্টা আগেদেশে আকস্মিক কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে ঢাকার মতো জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের সময় এই বিশৃঙ্খলা বেশি দৃশ্যমান হয়। যানজট ও প্রশস্ত রাস্তা না থাকার কারণে প্রায়ই ফায়ার সার্ভিসের দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। অনেক যুদ্ধ করে পৌঁছানোর পর পানি উৎস পেতে
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে বন্ধ থাকবে উচ্চ আদালতের বিচারকাজ। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে