নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৯ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৯ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
১০ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
১১ ঘণ্টা আগে