নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন হলো। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে শুরু হলো কবিদের এই মিলনমেলা।
১৩ মিনিট আগেশনিবার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচার সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩৫ মিনিট আগেকুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে বিএনপি নেতা নিহতের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাক। সেই সঙ্গে যৌথবাহিনীর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি সম্পূর্ণরূপে বন্ধ করাসহ ৪টি দাবি তুলে ধরেছে সংগঠনটি। আজ শনিবার সংগঠনটির অফিশিয়াল ফেসবুক..
১ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে