Ajker Patrika

নির্বাচনী গুজব-অপপ্রচার বন্ধে সহায়তা করতে চায় ফেসবুক: ইসি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৪: ০৬
নির্বাচনী গুজব-অপপ্রচার বন্ধে সহায়তা করতে চায় ফেসবুক: ইসি 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের গুজব ও অপপ্রচার বন্ধে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতে চায় ফেসবুক। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার বলেন, ‘ফেসবুকের একটা টিমের সঙ্গে আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে বসেছিলাম। কারণ, এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্য যেসব ভায়োলেশন হয়। সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে দেবে, ব্লক করবে। মূলত এই ছিল মিটিংয়ের বিষয়।’

এটি প্রাথমিক আলোচনা উল্লেখ করে অশোক কুমার বলেন, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য পরবর্তী সময় নির্বাচন কমিশনের একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে।

তারা কীভাবে কাজ করবে? জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কাছে যেটা নেগেটিভ প্রতীয়মান হবে, আমরা তাদের জানাব, পরে তারা সেটাকে রিমুভ করে দেবে।’

এক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, শুধু নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে। তফসিল ঘোষণা পর এই কার্যক্রম শুরু হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা না, ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই আমাদের কাছে সময় চেয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে মিটিং হলো।’

বৈঠকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, ইসির আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

প্রথমে টেননিক্যাল প্রতিনিধিদের পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে প্রতিনিধিরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত