Ajker Patrika

এবার অতীত অভিজ্ঞতা ভুলিয়ে দিতে চান রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৭: ৫২
এবার অতীত অভিজ্ঞতা ভুলিয়ে দিতে চান রেলমন্ত্রী

ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ফলে এখন স্টেশনকেন্দ্রিক ভিড় আর নেই। ঈদযাত্রায় যাতে বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে না পারে, তার জন্য কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে; বানানো হয়েছে অস্থায়ী বাঁশের গেট।

আজ শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘এসব ব্যবস্থার মাধ্যমে অতীত অভিজ্ঞতা ভুলিয়ে দিতে চাই।’

তিনি বলেন, ‘সারা বছর রেলকে একটা সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে পড়ে। আর ভেঙে পড়ার কারণ টিকিটকেন্দ্রিক। এবার টিকিট অনলাইনে দেওয়া হয়েছে শতভাগ। এখন আর আগের চিত্র নেই।’

রেলমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবার মান বাড়াতে চাই আমরা। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রী টিকিট কেটে যাবেন, তাঁরা যেন নিরাপদে ও স্বচ্ছন্দে যেতে পারেন, সেই চেষ্টা করে যাচ্ছি। অতীতের যে অভিজ্ঞতা, সেটা যেন সামনের দিনে গল্পের মতো শোনা যায় সেই চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যদি ঈদ ২৩ এপ্রিল হয়, তাহলে ২২ তারিখের টিকিট বিক্রি হবে। সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

স্টেশনে বানানো হয়েছে অস্থায়ী বাঁশের গেটনূরুল ইসলাম বলেন, স্টেশনগুলোতে এবার বাড়তি লোকসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার বাইরে গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন, তাদের এবার বাইরেই আটকে দেওয়া হবে।

তীব্র দাবদাহে রেললাইনে সমস্যা হয় বিধায় আন্তনগর ট্রেনের গতি কমিয়ে ৭০ কিলোমিটার করা হয়েছে বলে জানান রেলমন্ত্রী।

এই গতি ঈদে শিডিউল বিপর্যয়ের কারণ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা শিডিউল বিপর্যয় না। শিডিউল বিপর্যয় বলা হবে যখন কোনো দুর্ঘটনার জন্য ট্রেন দেরি করবে। ৩০ মিনিট দেরি হলেই শিডিউল বিপর্যয় বলা হয় ৷ এটা বলা মানে অবিচার করা।’

মন্ত্রী বলেন, ‘এবার যেসব ত্রুটি-বিচ্যুতি হয়েছে, তা আপনাদের মাধ্যমে ও আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারছি। যেগুলোর উন্নতির দরকার সেগুলোর উন্নতি করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত