Ajker Patrika

সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ১৭
সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা 

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরস্পরকে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া আছে। তারপরও প্রায় প্রতিদিনই বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের লাশ পড়ছে। এমন হত্যাকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার ক্ষেত্রে অন্তরায় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

আজ সোমবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই অন্তরায়ের কথা উল্লেখ করেন। 

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে ১ সেপ্টেম্বর স্বর্ণা দাশ নামে এক কিশোরী নিহত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায় বলা হতো, তখনো সীমান্ত হত্যা হতো।’ 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে যে আলোচনা চলছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, বিষয়টি স্পর্শকাতর। অনুমানের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না। আর এটা যাচাই–বাছাইয়ের দায়িত্বও এই মন্ত্রণালয়ের নয়। 

দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট বিভাগ চাইলে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে। উপদেষ্টা জানান, রাষ্ট্রপতির এ বিষয়টি নিয়ে তিনি কথাও বলতে চান না।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত