প্রতিনিধি, সিলেট
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হয়েছেন। প্রায় ৬৫ হাজার ৩১২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিককে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন এই রাজনীতিবিদ।
আজ শনিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন ৬৪০ ভোট।
এর আগে সিলেটের দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪৯টি কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় ভোট গ্রহণ।
নির্বাচনে বিজয়ী হাবিবুর রহমান হাবিব বলেন, এবিজয় শুধু আমার নয়, বিজয়ের ভাগীদার তিন উপজেলার প্রতিটি নাগরিক। নৌকার বিজয় আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীর। সবার নিরলস প্রচেষ্টার ফলেই নৌকার বিজয় সুনিশ্চিত হয়েছে। এবিজয়ের মধ্য দিয়ে নান্দনিক দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ গড়ার স্বপ্ন আরও একধাপ এগিয়ে গেল। সবার সহযোগিতায় তিন উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
হাবিব বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী আমার ওপর আস্থা রেখেছিলেন বলেই নির্বাচনী এলাকার মানুষ নৌকায় ভোট দিয়ে সে আস্থার প্রতিফলন ঘটিয়েছে। আমাকে নির্বাচিত করায় সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক জানান, নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা লাঙলের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দিয়েছেন। নির্বাচনে নানা ভুল ত্রুটি আছে। আমি নিজেও ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছি। দিনরাত পরিশ্রম করেও ভোটারদের কেন্দ্রে আনা যায়নি। এর মূল কারণ আস্থাহীনতা। আগে ভোটারদের আস্থা ফেরাতে হবে, তবেই নির্বাচন সফল হবে। এ সময় তিনি নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানান।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার। ভোটকেন্দ্র ১৪৯ টি।
নির্বাচনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙল), বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
চলতি বছরের ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে এ আসনটির সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তারপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হয়েছেন। প্রায় ৬৫ হাজার ৩১২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিককে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন এই রাজনীতিবিদ।
আজ শনিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন ৬৪০ ভোট।
এর আগে সিলেটের দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪৯টি কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় ভোট গ্রহণ।
নির্বাচনে বিজয়ী হাবিবুর রহমান হাবিব বলেন, এবিজয় শুধু আমার নয়, বিজয়ের ভাগীদার তিন উপজেলার প্রতিটি নাগরিক। নৌকার বিজয় আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীর। সবার নিরলস প্রচেষ্টার ফলেই নৌকার বিজয় সুনিশ্চিত হয়েছে। এবিজয়ের মধ্য দিয়ে নান্দনিক দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ গড়ার স্বপ্ন আরও একধাপ এগিয়ে গেল। সবার সহযোগিতায় তিন উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
হাবিব বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী আমার ওপর আস্থা রেখেছিলেন বলেই নির্বাচনী এলাকার মানুষ নৌকায় ভোট দিয়ে সে আস্থার প্রতিফলন ঘটিয়েছে। আমাকে নির্বাচিত করায় সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক জানান, নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা লাঙলের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দিয়েছেন। নির্বাচনে নানা ভুল ত্রুটি আছে। আমি নিজেও ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছি। দিনরাত পরিশ্রম করেও ভোটারদের কেন্দ্রে আনা যায়নি। এর মূল কারণ আস্থাহীনতা। আগে ভোটারদের আস্থা ফেরাতে হবে, তবেই নির্বাচন সফল হবে। এ সময় তিনি নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানান।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার। ভোটকেন্দ্র ১৪৯ টি।
নির্বাচনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙল), বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
চলতি বছরের ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে এ আসনটির সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তারপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন।
বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক নেবে বিনা খরচে।
৩ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পে ৪০০ বিদ্যুৎ-চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো...
৩ ঘণ্টা আগেধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগেইন্টারনেটের দাম জুলাই থেকে ২০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে।’
৭ ঘণ্টা আগে