নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশি পর্যবেক্ষক সংস্থার সংখ্যা কম হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে নতুন করে আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র জানিয়েছে, এরই মধ্যে দুই শতাধিক পর্যবেক্ষক সংস্থার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে মাত্র ৬৮টি দেশি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে এই সংখ্যাকে কম বলে মনে হওয়ায় তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে আবেদন নেওয়ার পর সেগুলোর বাছাই ও শুনানি শেষ করে একসঙ্গে চূড়ান্ত তালিকার সবগুলো পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশ করবে ইসি।
এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সর্বদা আন্তরিক। সে কারণে নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশন চায়, উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করুক।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের জন্য এটি (পর্যবেক্ষক সংস্থা) প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু এবার এখন পর্যন্ত নিবন্ধনযোগ্য স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা আগের তুলনায় কম। এই সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে কমিশন।’
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন জমা নেওয়ার জন্য বৃহস্পতিবার (আজ) বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। আবেদনের জন্য সময় দেওয়া হতে পারে ১৫ দিন। এরই মধ্যে যারা বাছাইয়ে বাদ পড়েছে আগ্রহী হলে তারাও নতুন করে আবেদন করতে পারবে।
সর্বশেষ নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছিল। এবার এ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়া নতুন করে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন।
দেশি পর্যবেক্ষক সংস্থার সংখ্যা কম হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে নতুন করে আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র জানিয়েছে, এরই মধ্যে দুই শতাধিক পর্যবেক্ষক সংস্থার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে মাত্র ৬৮টি দেশি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে এই সংখ্যাকে কম বলে মনে হওয়ায় তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে আবেদন নেওয়ার পর সেগুলোর বাছাই ও শুনানি শেষ করে একসঙ্গে চূড়ান্ত তালিকার সবগুলো পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশ করবে ইসি।
এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সর্বদা আন্তরিক। সে কারণে নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশন চায়, উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করুক।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের জন্য এটি (পর্যবেক্ষক সংস্থা) প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু এবার এখন পর্যন্ত নিবন্ধনযোগ্য স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা আগের তুলনায় কম। এই সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে কমিশন।’
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন জমা নেওয়ার জন্য বৃহস্পতিবার (আজ) বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। আবেদনের জন্য সময় দেওয়া হতে পারে ১৫ দিন। এরই মধ্যে যারা বাছাইয়ে বাদ পড়েছে আগ্রহী হলে তারাও নতুন করে আবেদন করতে পারবে।
সর্বশেষ নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছিল। এবার এ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়া নতুন করে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন; শুধু এই অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু কোনো বিবেকসম্পন্ন ব্যক্তির, এমন নির্মম নির্যাতন ও অমানবিকভাবে কাউকে হত্যা করার যুক্তি হতে...
৫ ঘণ্টা আগেকলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা-পুলিশ। শনিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোন— মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
৭ ঘণ্টা আগেনারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে ডাকা হেফাজতে ইসলামের সমাবেশে জুলাইয়ের সম্মুখসারির নারীদের নোংরা ভাষায় গালি-গালাজের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।
৮ ঘণ্টা আগেনারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হলে অন্য কমিশনগুলোর রিপোর্টও বাতিলযোগ্য বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগে