Ajker Patrika

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টজয়ী টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বাসস, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৪: ০১
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টজয়ী টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বুধবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত