Ajker Patrika

ফারদিন হত্যায় অকাট্য প্রমাণ পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৯: ১৯
ফারদিন হত্যায় অকাট্য প্রমাণ পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যায় এখনো অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।’ 

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগে নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে ডিএমপি কমিশনার আছেন। আমাদের কাছে এখনো অকাট্য প্রমাণ আসেনি। আমরা যাই বলি তথ্য ভিত্তিক কথা বলি। এখনো আমাদের কাছে প্রমাণসহ কোনো তথ্য আসে নাই। কিন্তু তারপরেও হারুন (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ) কিছু বলেছে।’ 

মাদকের বিষয়টি বারবার সামনে আসছে। কিন্তু পরিবার বলছে তাঁর সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য দিচ্ছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাঁর মরদেহের ময়নাতদন্ত হবে। সবকিছু হবে। আর কিছু বলতে পারব না।’ 

গত ৪ নভেম্বর ডেমরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফারদিন, ৫ নভেম্বর তাঁর বাবা একটি জিডি করেন রামপুরা থানায়। ৭ নভেম্বর বিকেলে নৌপুলিশ শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করেন।

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত