কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পর্তুগালকে ঢাকায় আবাসিক দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের দ্বিতীয় সমুদ্র বিষয়ক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ আহ্বান জানানো হয়। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ১ জুলাই লিসবনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেস ক্রাভিনহোর সঙ্গে প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে এ কে আবদুল মোমেন বলেন, গত ১০ বছর ধরে পর্তুগালে আবাসিক দূতাবাস রয়েছে বাংলাদেশের। এ ছাড়া স্থায়ী মিশনের জন্য জায়গাও কেনা হয়েছে। ফলে বাংলাদেশেও পর্তুগালের একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়টি বিবেচনায় আনতে পর্তুগাল সরকারের কাছে আহ্বান জানান তিনি।
যদি তা সম্ভব নাও হয়, তবে ভিসা আবেদন কেন্দ্র এবং পর্যায়ক্রমে কনস্যুলার সেবা নিশ্চিত করা যায় এমন ব্যবস্থা করার জন্য আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ জন্য বাংলাদেশ সরকার সব সহযোগিতা করবে বলেও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দেন তিনি।
এ সেবাগুলো পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থী, বাংলাদেশি অধিবাসীদের পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার জন্য পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন এ কে আবদুল মোমেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ, সুনীল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং মানুষে মানুষে যোগাযোগে সহযোগিতা বাড়ানোর জন্য বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আবদুল মোমেন। জোয়াও গোমেস ক্রাভিনহো আমন্ত্রণ গ্রহণ করেছেন।
পর্তুগালকে ঢাকায় আবাসিক দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের দ্বিতীয় সমুদ্র বিষয়ক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ আহ্বান জানানো হয়। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ১ জুলাই লিসবনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেস ক্রাভিনহোর সঙ্গে প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে এ কে আবদুল মোমেন বলেন, গত ১০ বছর ধরে পর্তুগালে আবাসিক দূতাবাস রয়েছে বাংলাদেশের। এ ছাড়া স্থায়ী মিশনের জন্য জায়গাও কেনা হয়েছে। ফলে বাংলাদেশেও পর্তুগালের একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়টি বিবেচনায় আনতে পর্তুগাল সরকারের কাছে আহ্বান জানান তিনি।
যদি তা সম্ভব নাও হয়, তবে ভিসা আবেদন কেন্দ্র এবং পর্যায়ক্রমে কনস্যুলার সেবা নিশ্চিত করা যায় এমন ব্যবস্থা করার জন্য আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ জন্য বাংলাদেশ সরকার সব সহযোগিতা করবে বলেও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দেন তিনি।
এ সেবাগুলো পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থী, বাংলাদেশি অধিবাসীদের পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার জন্য পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন এ কে আবদুল মোমেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ, সুনীল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং মানুষে মানুষে যোগাযোগে সহযোগিতা বাড়ানোর জন্য বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আবদুল মোমেন। জোয়াও গোমেস ক্রাভিনহো আমন্ত্রণ গ্রহণ করেছেন।
রোহিঙ্গা-সংকট সমাধানে সাত বছর ধরে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে আঞ্চলিক শক্তি চীন। কিন্তু প্রতিশ্রুতির তুলনায় দেশটির দিক থেকে বাস্তব পদক্ষেপ খুবই কম। আজ সোমবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য টেকসই ভবিষ্যৎ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
১ ঘণ্টা আগেসাম্প্রদায়িক সহিংসতায় গত সাড়ে চার মাসে সারা দেশে ২৩ ব্যক্তি নিহত হওয়ার দাবি মিথ্যা বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম...
২ ঘণ্টা আগেতিতুমীর কলেজের শিক্ষার্থীদের পেছনে কারা, তা সবাই জানে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘তাঁদের পেছনে কারা আছে, তা আপনারা জানেন। জনগণ এদের প্রতিহত করবে।’
২ ঘণ্টা আগেআওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
৫ ঘণ্টা আগে