নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করে এই সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার।
বেলা পৌনে তিনটা থেকে প্রধান বিচারপতির খাস কামরায় ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সচিব মো. জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। সৌজন্য বিনিময়ের পাশাপাশি একটা বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করেছিলাম। সেটা হলো, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে বিচারকেরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন। এটা এবার সিভিল কোর্ট ভ্যাকেশনের সময়ে হবে। সিভিল ভ্যাকেশনের কারণে যেন ওই দায়িত্বটা বন্ধ না থাকে। যদি বন্ধ থাকে তাহলে আমাদের ওই কাজটা পিছিয়ে যাবে।’
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে গেজেট হওয়া পর্যন্ত নির্বাচনী আচরণবিধির বিষয়টি ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি পর্যবেক্ষণ করে। এই কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। ওই কমিটিতে সারা দেশে সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারকেরা দায়িত্ব পালন করেন।
সিইসি বলেন, ‘বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়ে রেখেছি। যাতে ওই সময় ওনারা (বিচারকেরা) দায়িত্ব পালন করেন, ডিসেম্বর মাসে। আর জানুয়ারি মাসে আগের মতোই দায়িত্ব পালন করবেন। তিনি (প্রধান বিচারপতি) বলেছেন, এটা বিবেচনায় রাখবেন।’
দুই দলের সমঝোতার বিষয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এমন কোনো আলোচনা হয়নি।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করে এই সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার।
বেলা পৌনে তিনটা থেকে প্রধান বিচারপতির খাস কামরায় ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সচিব মো. জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। সৌজন্য বিনিময়ের পাশাপাশি একটা বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করেছিলাম। সেটা হলো, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে বিচারকেরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন। এটা এবার সিভিল কোর্ট ভ্যাকেশনের সময়ে হবে। সিভিল ভ্যাকেশনের কারণে যেন ওই দায়িত্বটা বন্ধ না থাকে। যদি বন্ধ থাকে তাহলে আমাদের ওই কাজটা পিছিয়ে যাবে।’
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে গেজেট হওয়া পর্যন্ত নির্বাচনী আচরণবিধির বিষয়টি ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি পর্যবেক্ষণ করে। এই কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। ওই কমিটিতে সারা দেশে সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারকেরা দায়িত্ব পালন করেন।
সিইসি বলেন, ‘বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়ে রেখেছি। যাতে ওই সময় ওনারা (বিচারকেরা) দায়িত্ব পালন করেন, ডিসেম্বর মাসে। আর জানুয়ারি মাসে আগের মতোই দায়িত্ব পালন করবেন। তিনি (প্রধান বিচারপতি) বলেছেন, এটা বিবেচনায় রাখবেন।’
দুই দলের সমঝোতার বিষয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এমন কোনো আলোচনা হয়নি।’
আগামী জুনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অধিকতর জটিল আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দিয়েছে কমিশন।
৪০ মিনিট আগেপ্রতিটি স্কুলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভর্তির ব্যবস্থার তাগাদা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্কুলগুলোর ভেতরে এই শিশুদের জায়গা দিতে বিশেষ কক্ষ রাখার কথা বলেছেন তিনি।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি. আর. আবরার। আজ মঙ্গলবার কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপকালে তিনি এ আহ্বান জানান।
২ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা যাবে কি না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে এ চিঠি পাঠানো হয়।
৩ ঘণ্টা আগে