বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন রাষ্ট্র গঠন ফিলিস্তিনিদের অধিকার। এটি দিবালোকের মতো ‘পরিষ্কার বিষয়’। তিনি বলেছেন, গাজায় যা ঘটছে, তা গণহত্যা। এটিকে সমর্থন করার সুযোগ নেই। গতকাল শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গাজায় যা ঘটছে, আমি মনে করি তা গণহত্যা। আমরা কখনোই এটিকে সমর্থন করতে পারি না।’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সব সময়ই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে।
গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে, রাষ্ট্র গঠনের অধিকার আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে, তাদের সঙ্গে যা ঘটছে তা খুবই দুঃখজনক। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং এই আক্রমণ ও যুদ্ধ বন্ধ করা।’
বাংলাদেশ গাজাবাসীর জন্য সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বিশ্ববাসীর প্রতি গাজার অধিবাসীদের জন্য সহায়তা পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘গাজার দুর্দশাগ্রস্ত শিশু, নারী ও ফিলিস্তিনি জনগণকে সহায়তা দেওয়া উচিত।’
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে রাফাহে ইসরায়েলি অভিযানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশ এ ধরনের অভিযানকে সমর্থন করে না। তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গঠনের অধিকার আছে, এটি পরিষ্কার।’ এ সময় তিনি জাতিসংঘের রেজল্যুশন অনুসারে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের আহ্বান জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন রাষ্ট্র গঠন ফিলিস্তিনিদের অধিকার। এটি দিবালোকের মতো ‘পরিষ্কার বিষয়’। তিনি বলেছেন, গাজায় যা ঘটছে, তা গণহত্যা। এটিকে সমর্থন করার সুযোগ নেই। গতকাল শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গাজায় যা ঘটছে, আমি মনে করি তা গণহত্যা। আমরা কখনোই এটিকে সমর্থন করতে পারি না।’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সব সময়ই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে।
গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে, রাষ্ট্র গঠনের অধিকার আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে, তাদের সঙ্গে যা ঘটছে তা খুবই দুঃখজনক। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং এই আক্রমণ ও যুদ্ধ বন্ধ করা।’
বাংলাদেশ গাজাবাসীর জন্য সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বিশ্ববাসীর প্রতি গাজার অধিবাসীদের জন্য সহায়তা পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘গাজার দুর্দশাগ্রস্ত শিশু, নারী ও ফিলিস্তিনি জনগণকে সহায়তা দেওয়া উচিত।’
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে রাফাহে ইসরায়েলি অভিযানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশ এ ধরনের অভিযানকে সমর্থন করে না। তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গঠনের অধিকার আছে, এটি পরিষ্কার।’ এ সময় তিনি জাতিসংঘের রেজল্যুশন অনুসারে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের আহ্বান জানান।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের ব্যর্থতা দেখিয়েছে বলে মনে করে রাজনৈতিক দলের নেতারা। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় মঙ্গলবার দিনভর রাজধানীতে বিক্ষোভ ছিল।
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন, ‘বিমান ভাসছে না...মনে হচ্ছে নিচে পড়ছে।’
১২ ঘণ্টা আগেবিএনপি, জামায়াতে ইসলামীসহ ৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আধঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠক রাত সাড়ে ৯টার পর শেষ হয়।
১৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে আজ মঙ্গলবার দুপুরে পোস্টটি সরিয়ে ফেলা হয়
১৪ ঘণ্টা আগে