Ajker Patrika

‘ঘেঁইষা খাড়াই‌লে কি আগে টি‌কিট পাইব?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৩: ৩৭
‘ঘেঁইষা খাড়াই‌লে কি আগে টি‌কিট পাইব?’

ঈদুল আজহা সামনে রেখে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউন শিথিল হলো আট দিনের জন্য। আজ বৃহস্পতিবার রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সরকারের নির্দেশনায় বলা হয়েছে, সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিথিল করা হয়েছে কঠোর লকডাউন। কিন্তু সেই স্বাস্থ্যবিধি যেন মানা হচ্ছে না কোথাও।

বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা যায়।

বাসের টিকিট সংগ্রহ করতে কাউন্টার কর্তৃপক্ষ সারিবদ্ধভাবে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। কিন্তু সেই সারিতে দাঁড়ানো যাত্রীদের একজনের সঙ্গে আরেকজনের গাদাগাদি করে দাঁড়াতে দেখা গেছে।

মহাখালী থেকে ছেড়ে যাওয়া নাটোর–রাজশাহীগামী একতা বাসের টিকিট সংগ্রহ করতে আসা যাত্রীদের কেউই মানছেন না সামাজিক দূরত্বের বিষয়টি।

কাউন্টারের সহকারী ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘দেখেন না কতবার চিল্লাইতেছি শুনে না। ঘেঁইষা খাড়াই‌লে কি আ‌গে টি‌কিট পাইব?’

আলম নামের এক যাত্রীকে স্বাস্থ্যবিধির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাকে না বলে পেছনের জনকে বলেন।’ 

এদিকে মহাখালী টার্মিনালে এনা, রিফাত পরিবহন, অরিন ট্রাভেলসসহ একাধিক কাউন্টারে সরেজমিনে স্বাস্থ্যবিধি না মানার দৃশ্য দেখা যায়। এ ব্যাপারে কাউন্টারের ভেতরে দায়িত্বরতরা বারবার দূরত্ব বজায় রাখার ব্যাপারে যাত্রীদের অনুরোধ করলেও তা কানে নিচ্ছেন না কেউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত