Ajker Patrika

কম দরের কারণে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক ছাপার প্রবণতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কম দরের কারণে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক ছাপার প্রবণতা

অধিকাংশ ক্ষেত্রে প্রাক্কলিত দরের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম দর দিয়ে দরপত্র দাখিল করেছেন দরদাতারা। ফলে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক (বিনা মূল্যের বই) ছাপানোর প্রবণতা লক্ষ করা গেছে। শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ প্রতিবেদন উপস্থাপন করে। কমিটি পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ করেছে। 

বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। কমিটির গত বৈঠকের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় গতকালের বৈঠকে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে নিম্নমানের পাঠ্যপুস্তক সরবরাহের জন্য পরিদর্শকের প্রতিবেদন অনুযায়ী দায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের দরপত্রে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। 

কাগজের মান ঠিক আছে তা বিএসটিআই বা বিসিএসআইআর বা বিসিআইসি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে পুনঃ যাচাই করা হচ্ছে। 
প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, সমস্যা সমাধানে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রমকে পণ্য হিসেবে বিবেচনা না করে কার্য হিসেবে বিবেচনা করার বিষয়ে মতামত চেয়ে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) চিঠি দেওয়া হয়েছে। তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে মন্ত্রণালয়। 

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বেসরকারি ইংরেজি মাধ্যমে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বই আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করতে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে চিঠি দেওয়া হয়েছে। 

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে সুপারিশ করা হয়। কমিটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদারেরও সুপারিশ করেছে। এ ছাড়া কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে তাগিদ দেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহি ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে বৈঠকে সুপারিশ করা হয়। বৈঠকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০২৪’ যাচাই-বাছাই করে চূড়ান্তপূর্বক বিলটি পাসের জন্য সুপারিশ করে কমিটি। 

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গতকালের বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দীন, আবদুল মজিদ, আহমদ হোসেন, বিপ্লব হাসান, আব্দুল মালেক সরকার এবং আজিজুল ইসলাম।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত