Ajker Patrika

প্রয়োজনে আরও কঠোর হতে চায় র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৬: ৩৩
প্রয়োজনে আরও কঠোর হতে চায় র‍্যাব

চলমান লকডাউনে মানুষ যদি এভাবেই ঘরের বাইরে বের হতে থাকে, তাহলে আরও কঠোর হবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মূল সড়কের পাশাপাশি প্রতিটি পাড়া–মহল্লায় ঢুকে ঢুকে অভিযান পরিচালনা করা হবে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। আজ শনিবার দুপুরে লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর রাসেল স্কয়ারে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘র‍্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এতে জরিমানা করা হয়েছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। হাজারো নিষেধ সত্ত্বেও কঠোর বিধিনিষেধের মধ্যে অনেকে বাইরে বের হচ্ছেন। তাঁরাই আবার সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেন না। সচেতনতার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।’

র‍্যাবের এই মুখপাত্র বলেন, ‘পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত করছেন। আড্ডা দিচ্ছেন। তাই সবার প্রতি অনুরোধ, পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কয়টা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। অন্যথায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। প্রয়োজনে আরও কঠোর হব।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এখন বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউন দেওয়া হয়েছে। যাঁরা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। অতি জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। না হয় র‍্যাবের জেরার মুখোমুখি হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত