Ajker Patrika

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ নিয়ে আলোচনায় বাংলাদেশ-নরওয়ে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

উপকূলে নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও নরওয়ে। বাংলাদেশ সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া অ্যানেকিন হুইটফেল্টকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, বাংলাদেশ ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটি গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন। তাঁরা ইউক্রেনে কার্যকর যুদ্ধবিরতিতে অগ্রাধিকারের ওপর জোর দেন এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরপূর্তি উদ্‌যাপনে নতুন নিয়োগ হওয়া নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। 

নির্বাচন ও ইউক্রেন ইস্যুর বাইরে উভয় পক্ষ দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। 

এ কে আবদুল মোমেন বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জাহাজ ভাঙা শিল্পে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন অনুসমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে জানতে চান। 

এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসন অগ্রাধিকার বলেও স্বীকার করে নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত