Ajker Patrika

চীনের সঙ্গে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৪: ২১
Thumbnail image

বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার জন্য ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি সই করেছে। এর মধ্যে নবায়ন হওয়া দুটি স্মারকও রয়েছে। এর বাইরেও সাতটি ঘোষণাপত্রে সই করেছে দুই দেশ। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকালে দেশটির রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি শিয়াংয়ের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের পর চুক্তি, স্মারক ও ঘোষণাপত্রগুলো সই হয়। 

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে—ডিজিটাল অর্থনীতি, চীনের ইয়ার্লুং জাংবো (ভারতে ব্রহ্মপুত্র, বাংলাদেশে যমুনা) নদীতে জলবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে তথ্য বাংলাদেশকে দেওয়া, টেকসই অবকাঠামো উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারত্ব, ব্যাংকিং ও বিমা নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা ও জনস্বাস্থ্যে সেবা জোরদার করা, বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক জোরদার করা, বাংলাদেশে নবম মৈত্রী সেতু নির্মাণ ও ষষ্ঠ মৈত্রী সেতু সংস্কার, নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক স্থানে পার্ক নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সহযোগিতাসহ ২১টি ক্ষেত্রে চুক্তি ও স্মারকগুলো সই হয়। 
 
দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে যৌথ বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের সমীক্ষার সমাপ্তি, বিনিয়োগ বাড়াতে চুক্তি সইয়ের জন্য আলোচনা শুরু, টেলিযোগাযোগ নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের সমাপ্তি, রাজশাহী ওয়াসা পানি শোধনাগার প্রকল্প শুরু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও শানদং কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতাসহ সাতটি ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ঘোষণাপত্রগুলো সই হয়। 

এর আগে শেখ হাসিনা আজ সকালে গ্রেট হলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীনের সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শেখ হাসিনা সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। চার দিনের সরকারি সফরে গত ৮ জুলাই শেখ হাসিনা বেইজিং যান। তবে সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার রাতেই তিনি ঢাকা ফিরছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত