Ajker Patrika

নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারতের সঞ্চালন লাইনে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারতের সঞ্চালন লাইনে

নেপালের বিদ্যুৎ বাংলাদেশে পাঠাতে নিজেদের সঞ্চালন লাইন ব্যবহারে রাজি হয়েছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লি সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল একটি চুক্তি স্বাক্ষর করেছেন। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে যেতে দিতে চুক্তিটি হয়েছে। 

জলবিদ্যুৎকে আঞ্চলিক সংযোগ জোরদার করার গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হিসেবে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘এ ক্ষেত্রে এটিই প্রথম প্রচেষ্টা।’

দ্য কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, সংকোশ নদীতে ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় ভিত্তিতে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নেপাল ও বাংলাদেশ সরকার একমত হয়েছে। 

এদিকে গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশকে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণের জন্য আগাম তথ্য-উপাত্ত দিতে একটি সমঝোতা স্মারক সই করেছে নেপাল। স্মারক অনুযায়ী, নেপাল পাঁচ বছরের জন্য যথাসময়ে বন্যা সম্পর্কিত তথ্য উপাত্ত সরবরাহ করবে। 

বাংলাদেশ ও নেপালের মধ্যে সচিব পর্যায়ের যৌথ বিশেষজ্ঞ কমিটির সভার পর স্মারকটি সই হয়। 

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং নেপালের জ্বালানি, পানি ও সেচ  মন্ত্রণালয়ের সচিব গোপাল প্রসাদ সিগদেল নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত