Ajker Patrika

ডিপ্লোমা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার নির্দেশ কৃষি উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট বন্ধ করে বিক্ষোভ করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদল কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যায়। ছবি: সংগৃহীত
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট বন্ধ করে বিক্ষোভ করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদল কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যায়। ছবি: সংগৃহীত

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আট দফা দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুততার সঙ্গে বাস্তবায়নের আশ্বাস দেন।

আজ সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উদ্দেশে কৃষি উপদেষ্টা বলেন, ‘তোমাদের কাজ পড়াশোনা করা। তোমাদের ভবিষ্যৎ আমাদের ওপর ছাড়ো, আমরা দেখব। তোমাদের দাবি পূরণে সরকার আন্তরিক।’

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, পরীক্ষা, চাকরি গ্রেড, ইন্টার্নি ভাতা, ফাউন্ডেশন ট্রেনিং, উচ্চশিক্ষায় প্রবেশগম্যতাসহ বিবিধ বিষয়ের দাবি সরকার আন্তরিকভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)–সমূহে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সরকারকে জানানোর জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয় এবং প্রাপ্ত সমস্যা সমাধানে মন্ত্রণালয় দ্রুততম সময়ে কাজ করবে বলে শিক্ষার্থীদের জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে আবু নাঈম সিদ্দিক, আসাদুজ্জামান কবির, মুসা প্রধান, মুনতাসির রহমান, রায়হান উদ্দিন শামীম প্রমুখ।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত