নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘কল–কারখানায় উৎপাদন সক্ষমতা বেড়ে গেছে। এতে শিল্পে গ্যাসের চাহিদা বেড়ে সংকট দেখা দিয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শিল্প কল–কালখানায় আমরা গত বছর সেপ্টেম্বর মাসে যে পরিমাণ গ্যাস দিয়েছিলাম এখনো সেই পরিমাণ গ্যাস সরবরাহ করছি। তাহলে এই বছর গ্যাসের সংকট বাড়ল কেন? একদিকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। আবার অন্যদিকে এই বছর শিল্পে উৎপাদন সক্ষমতা বাড়ার কারণে বাড়তি ১০০ মিলিয়ন কিউবিক ফিট গ্যাসের চাহিদা বেড়েছে। যার জন্য শিল্প উৎপাদনে গ্যাস সংকট দেখা দিয়েছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান পরিস্থিতিকে খারাপ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পরিস্থিতি এখন যা আমাদের সেভাবে মোকাবিলা করতে হবে। খারাপ পরিস্থিতি আমাদের খারাপভাবে মোকাবিলা করতে হবে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি যেন এর চেয়ে খারাপ না আসে। শিল্প কল–কারখানায় গ্যাসের সংকট কীভাবে কাটানো যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে মানুষের কষ্টের কথা স্বীকার করে নসরুল হামিদ বলেন, ‘বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়ার কারণে আমরা বিদ্যুৎ ও গ্যাসে সাশ্রয় করছি। আমি জানি এই সাশ্রয় করতে গিয়ে সবারই কষ্ট হচ্ছে। এটা আমি অস্বীকার করছি না।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব পরিস্থিতির কারণে প্রত্যেকটি দেশে এই জ্বালানি সংকট নিয়ে শঙ্কিত। সবাই চিন্তা করছে সামনে কী হবে। আমরা তো এর বাইরে না। আমরা এখন যে পরিস্থিতিতে (বিদ্যুৎ ও গ্যাস) আছি সেই রকম পরিস্থিতিতে বিশ্বের সবকটি দেশেই আছে। এটা আমাদের বুঝতে হবে।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘কল–কারখানায় উৎপাদন সক্ষমতা বেড়ে গেছে। এতে শিল্পে গ্যাসের চাহিদা বেড়ে সংকট দেখা দিয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শিল্প কল–কালখানায় আমরা গত বছর সেপ্টেম্বর মাসে যে পরিমাণ গ্যাস দিয়েছিলাম এখনো সেই পরিমাণ গ্যাস সরবরাহ করছি। তাহলে এই বছর গ্যাসের সংকট বাড়ল কেন? একদিকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। আবার অন্যদিকে এই বছর শিল্পে উৎপাদন সক্ষমতা বাড়ার কারণে বাড়তি ১০০ মিলিয়ন কিউবিক ফিট গ্যাসের চাহিদা বেড়েছে। যার জন্য শিল্প উৎপাদনে গ্যাস সংকট দেখা দিয়েছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান পরিস্থিতিকে খারাপ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পরিস্থিতি এখন যা আমাদের সেভাবে মোকাবিলা করতে হবে। খারাপ পরিস্থিতি আমাদের খারাপভাবে মোকাবিলা করতে হবে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি যেন এর চেয়ে খারাপ না আসে। শিল্প কল–কারখানায় গ্যাসের সংকট কীভাবে কাটানো যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে মানুষের কষ্টের কথা স্বীকার করে নসরুল হামিদ বলেন, ‘বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়ার কারণে আমরা বিদ্যুৎ ও গ্যাসে সাশ্রয় করছি। আমি জানি এই সাশ্রয় করতে গিয়ে সবারই কষ্ট হচ্ছে। এটা আমি অস্বীকার করছি না।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব পরিস্থিতির কারণে প্রত্যেকটি দেশে এই জ্বালানি সংকট নিয়ে শঙ্কিত। সবাই চিন্তা করছে সামনে কী হবে। আমরা তো এর বাইরে না। আমরা এখন যে পরিস্থিতিতে (বিদ্যুৎ ও গ্যাস) আছি সেই রকম পরিস্থিতিতে বিশ্বের সবকটি দেশেই আছে। এটা আমাদের বুঝতে হবে।’
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
১ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
১ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৭ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে