Ajker Patrika

আওয়ামী লীগের লোকেরা এখন আমার জন্য পুরোপুরি খাটবে: শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬: ৪২
আওয়ামী লীগের লোকেরা এখন আমার জন্য পুরোপুরি খাটবে: শাহজাহান ওমর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপি ছেড়ে আসা নেতা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, ‘আমার জন্য আগে আওয়ামী লীগের লোকেরা অর্ধেক খাটত, এখন পুরোপুরি খাটবে।’ আজ শুক্রবার নির্বাচন ভবনে আপিল শুনানিতে নিজের প্রার্থিতা বহাল হওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির তাঁর বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আপিল করেন। এর শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। 

শাহজাহান ওমর বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা, আপনারা জানেন। আমি বরিশাল ডিভিশনে কমান্ডার ছিলাম। আমাকে আওয়ামী লীগের লোকেরা, তাঁদের সন্তানেরা, ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছেন। এটা নতুন কী, এখন পুরোপুরি খাটবে। আগে অর্ধেক খাটত।’ 

আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, ‘আগে মার্কা ধানের শীষ ছিল। এবার প্রতীক নৌকা নিয়ে ভোট করব। আমি তো আশাবাদী। ব্যক্তি শাহজাহান ওমর ও প্রতীক, দুভাবেই মানুষ আমাকে ভোট দেবে। আওয়ামী লীগের ভোট আমি সব সময়ই পাই।’ 

তিনি আরও বলেন, ‘মিথ্যা হলফনামার অভ্যাস আমার নাই। এভরিথিং রিটেন, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন, ওনারা মিথ্যা বলেছেন। ছোটবেলা থেকে নির্বাচন করছি প্রতিক্রিয়া কী দিব। আবার ভোট করব, দেখা যাক কী হয়।’ 

এই সিইসির আমলে ভোট কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজী হাবিবুল আমার জানাশোনা। হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি উইথ মি। পরে ওখান থেকে এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি হয়েছেন। হি ইজ ভেরি ক্যাপাবল অফিসার। উনার সিইসি আমলে সুষ্ঠু ভোট হবে, আমি আশাবাদী।’

ভোটারদের কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়া হলে এ বিষয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে। যদি কেউ জোরজবরদস্তি করে, আইনের অপপ্রয়োগ করে গায়ের জোর দেখায়, আমরাও তো একেবারে দুর্বল পার্টি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত