নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় বাংলাদেশ নিজেকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে প্রতি ডোজ ২০ ডলার থেকে ৩০ ডলারে কেনা হয়েছে। এ টিকার পেছনেই বাংলাদেশের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
আজ বৃহস্পতিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউটে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, ‘যাঁরা এখনো বুস্টার ডোজ নেননি তাঁদের জন্য অল্প দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে আমরা বুস্টার ডোজ দেব।’
টিকার হিসাব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি, কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। প্রথম ডোজই দিয়েছি সাড়ে ১২ কোটি, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ ও ৫০ লাখ বুস্টার ডোজ। এই টিকাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনেছি, কোথাও ৩০ ডলার কোথাও ২০ ডলার করে। কিছু টিকা আমরা উপহার পেয়েছি। এই টিকার পেছনেই বাংলাদেশের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।’
টিকা দানে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী জাহিদ মালেক।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘সংক্রামক ব্যাধি সব সময়ই বাংলাদেশের ছিল। সংক্রামক ব্যাধির এখন অনেকটা সমাধান হয়েছে। অসংক্রামক ব্যাধিতেই দেশের মানুষ বেশি আক্রান্ত। করোনার হিসাব জানলেও আমরা কিডনি, হার্টফেল, হার্ট অ্যাটাক এমন রোগগুলোর আমরা কোনো খোঁজ রাখি না।’ এগুলো কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির কাজ জোরদার করার আহ্বান জানান তিনি।
করোনার সময়ে অসংক্রামক চিকিৎসা ক্ষেত্র কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। তবে সেখান থেকে ধীরে ধীরে আবারও আগের পর্যায়ে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস ও আইসিইউয়ের ব্যবস্থা করা হয়েছে। এ বছরই সারা বাংলাদেশে এ ব্যবস্থা চালু করা যাবে। আটটি নতুন হাসপাতাল হচ্ছে যার প্রতিটিতেই কিডনি ডায়ালাইসিস সেন্টার, ক্যানসার ইউনিট ও কার্ডিয়াক ইউনিট আছে। যেখানে ১৫০টি সিটের ব্যবস্থা করা হচ্ছে। এই কাজগুলো এখনো চলমান আছে। এগুলো চালু হয়ে গেলে ওই জেলার মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকা শহরে আসতে হবে না।’
করোনায় বাংলাদেশ নিজেকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে প্রতি ডোজ ২০ ডলার থেকে ৩০ ডলারে কেনা হয়েছে। এ টিকার পেছনেই বাংলাদেশের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
আজ বৃহস্পতিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউটে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, ‘যাঁরা এখনো বুস্টার ডোজ নেননি তাঁদের জন্য অল্প দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে আমরা বুস্টার ডোজ দেব।’
টিকার হিসাব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি, কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। প্রথম ডোজই দিয়েছি সাড়ে ১২ কোটি, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ ও ৫০ লাখ বুস্টার ডোজ। এই টিকাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনেছি, কোথাও ৩০ ডলার কোথাও ২০ ডলার করে। কিছু টিকা আমরা উপহার পেয়েছি। এই টিকার পেছনেই বাংলাদেশের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।’
টিকা দানে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী জাহিদ মালেক।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘সংক্রামক ব্যাধি সব সময়ই বাংলাদেশের ছিল। সংক্রামক ব্যাধির এখন অনেকটা সমাধান হয়েছে। অসংক্রামক ব্যাধিতেই দেশের মানুষ বেশি আক্রান্ত। করোনার হিসাব জানলেও আমরা কিডনি, হার্টফেল, হার্ট অ্যাটাক এমন রোগগুলোর আমরা কোনো খোঁজ রাখি না।’ এগুলো কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির কাজ জোরদার করার আহ্বান জানান তিনি।
করোনার সময়ে অসংক্রামক চিকিৎসা ক্ষেত্র কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। তবে সেখান থেকে ধীরে ধীরে আবারও আগের পর্যায়ে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস ও আইসিইউয়ের ব্যবস্থা করা হয়েছে। এ বছরই সারা বাংলাদেশে এ ব্যবস্থা চালু করা যাবে। আটটি নতুন হাসপাতাল হচ্ছে যার প্রতিটিতেই কিডনি ডায়ালাইসিস সেন্টার, ক্যানসার ইউনিট ও কার্ডিয়াক ইউনিট আছে। যেখানে ১৫০টি সিটের ব্যবস্থা করা হচ্ছে। এই কাজগুলো এখনো চলমান আছে। এগুলো চালু হয়ে গেলে ওই জেলার মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকা শহরে আসতে হবে না।’
সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে মশার উৎপাত। কয়েক মাস ধরে এমন উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে দিনের বেলায় কোনো রকমে টিকতে পারলেও সন্ধ্যা হওয়ার পরপর ঘরে-বাইরে মশার যন্ত্রণায় দাঁড়ানোই দায় হয়ে পড়ে। এ অবস্থায় আসন্ন গরমের মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদেরা।
১০ ঘণ্টা আগেশুধু রাত নয়, দিনদুপুরেও মহাসড়কে বাসে ডাকাতি হয়েছে। রাতে সড়ক-মহাসড়কে বাসসহ যানবাহনে একের পর এক ডাকাতিতে তৈরি হওয়া আতঙ্কে নতুন মাত্রা যুক্ত করেছে গত রোববার ঢাকা-আরিচা মহাসড়কে বেলা দুইটায় সাভারের রেডিও কলোনি এলাকার এই ডাকাতি। রাতের মতো দিনেও যেন অরক্ষিত মহাসড়ক।
১০ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
১৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন একটি সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন, যেখানে কোনো বেওয়ারিশ লাশ থাকবে না। তিনি বলেছেন, ‘এমন এক সমাজ চাই, যেখানে বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমাদের লক্ষ্যও সেটি।’
১৪ ঘণ্টা আগে