Ajker Patrika

১২ টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৫৪ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬: ০৩
১২ টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৫৪ টাকা

ভোক্তা পর্যায়ে ফের বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে খরচ করতে হবে ১ হাজার ২৫৪ টাকা। 

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে।

এত দিন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১ হাজার ২৪২ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১২ টাকা।

এলপিজির দাম ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজি ১০৪.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ৫.৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৫৭৫ টাকা, ১২ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৫৪ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৩০৭ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৫৬৮ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৬৭৩ টাকা, ১৮ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৮৮১ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ৯১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ২৯৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ৬১২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ১৩৬ টাকা, ৩৩ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ৪৯৯ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ৬৫৮ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৪ হাজার ৭০৪ টাকা।

এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত