Ajker Patrika

তাকসিমের বিরুদ্ধে অভিযোগ করে পদ হারালেন ওয়াসার চেয়ারম্যান

আপডেট : ২২ মে ২০২৩, ২১: ৫৭
তাকসিমের বিরুদ্ধে অভিযোগ করে পদ হারালেন ওয়াসার চেয়ারম্যান

সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন গণমাধ্যমে মুখ খোলেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। চলমান এ টানাপোড়েনের মধ্যেই আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা সরিয়ে দেওয়া হয়।

প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান হিসেবে বোর্ড সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়। 

সূত্র জানায়, ওয়াসার বিভিন্ন ইস্যু নিয়ে এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে অভিযোগ দেন বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। এরপরই তাকসিম এ খান চেয়ারম্যানকে জড়িয়ে নানা অভিযোগ তুলে মন্ত্রণালয়ে পত্র দেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলেন উভয়পক্ষই। দীর্ঘ সময় ধরে ঢাকা ওয়াসার নির্বাহী প্রধানের চেয়ারে অবস্থান করে কার্যত ওয়াসা বোর্ডকে অকার্যকর করে রাখার যে চেষ্টা তাই উঠে আসে প্রকৌশলী গোলাম মোস্তফার অভিযোগে। এসব অভিযোগ মন্ত্রণালয় তদন্ত করার আগেই অভিযোগকারীকে সরিয়ে দেওয়া হলো। 

সূত্র জানায়, আগামী অক্টোবর পর্যন্ত চেয়ারম্যান পদে থাকার কথা ছিল গোলাম মোস্তফার। এ মেয়াদের আগেও ২০০৯-১২ মেয়াদে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা।

এ বিষয়ে কথা বলার জন্য প্রকৌশলী গোলাম মোস্তফার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি। 

ড. গোলাম মোস্তফাকে সরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলার জন্য স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব (পানি সরবরাহ) মো. খায়রুল ইসলাম, যুগ্ম সচিব জসিম উদ্দিন (পানি সরবরাহ) ও উপসচিব (পানি সরবরাহ) মো. আকবর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে কেউ ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত