Ajker Patrika

ডায়াবেটিক হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৫২
ডায়াবেটিক হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ডায়াবেটিস যাতে জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। ডায়াবেটিক রোগীর কল্যাণে ডায়াবেটিক হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে সরকার। 

আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ডায়াবেটিস নীরব মহামারি। এই রোগ অন্যান্য রোগের কারণ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমের কারণে এই রোগ বিষয়ে দেশে সচেতনতা বেড়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে ডায়াবেটিক সমিতিকে হাসপাতাল প্রতিষ্ঠায় সমাজকল্যাণ মন্ত্রণালয় আর্থিকভাবে সহযোগিতা করছে। 

মন্ত্রী দেশের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশেই এখন সব রোগের চিকিৎসাসুবিধা রয়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা সহজলভ্য হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত