অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চারটি সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনগুলো নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের রূপরেখা। এসব প্রতিবেদনের ভিত্তিতেই একটি জাতীয় নির্দেশিকা প্রণীত হবে, যা গণ-অভ্যুত্থানের নীতিমালা হিসেবে কাজ করবে। এই নির্দেশিকার ভিত্তিতেই ভবিষ্যতের নির্বাচনসহ সব কার্যক্রম পরিচালিত হবে।
আজ বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের প্রধানেরা তাঁদের প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় ড. ইউনূস এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ উল্লেখ করে বলেন, ‘আজকের আনুষ্ঠানিকতা ইতিহাসের অংশ হয়ে থাকবে। এটি শুধুই একটি প্রতিবেদন নয়, বরং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সূচনা।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার প্রতিবেদনগুলো একটি ধ্বংসপ্রাপ্ত জাতির পুনর্জাগরণের প্রতীক। এগুলো দেশের জন্য বড় একটি চর্চা এবং নতুন বাংলাদেশের কাঠামো তৈরির ভিত্তি। এগুলো সবার সঙ্গে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।’
ড. ইউনূস আরও বলেন, এই নির্দেশিকা জাতীয় অঙ্গীকারের প্রতিফলন হবে। এটি কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং সমগ্র জাতির স্বপ্নকে সামনে রেখে তৈরি হবে। ভবিষ্যতের নির্বাচনও হবে এই নির্দেশিকার ভিত্তিতে, যাতে সবাই ঐকমত্যে পৌঁছাতে পারে।
প্রধান উপদেষ্টা কমিশনগুলোর সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নের রূপরেখা তৈরি করেছেন। এখন তা বাস্তবায়নের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের মনোভাব এবং মতামতের প্রতিফলনই এই নির্দেশিকার মূল ভিত্তি হবে।’
ড. ইউনূস জানান, এই নির্দেশিকা বাস্তবায়ন করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং এটি ভবিষ্যতের সরকারগুলোর জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘নির্দেশিকা থেকে সরে গেলে আমাদের স্বপ্নের ধারাবাহিকতা নষ্ট হবে। এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে এবং আমাদের অগ্রগতির সনদ হিসেবে কাজ করবে।’
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চারটি সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনগুলো নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের রূপরেখা। এসব প্রতিবেদনের ভিত্তিতেই একটি জাতীয় নির্দেশিকা প্রণীত হবে, যা গণ-অভ্যুত্থানের নীতিমালা হিসেবে কাজ করবে। এই নির্দেশিকার ভিত্তিতেই ভবিষ্যতের নির্বাচনসহ সব কার্যক্রম পরিচালিত হবে।
আজ বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের প্রধানেরা তাঁদের প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় ড. ইউনূস এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ উল্লেখ করে বলেন, ‘আজকের আনুষ্ঠানিকতা ইতিহাসের অংশ হয়ে থাকবে। এটি শুধুই একটি প্রতিবেদন নয়, বরং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সূচনা।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার প্রতিবেদনগুলো একটি ধ্বংসপ্রাপ্ত জাতির পুনর্জাগরণের প্রতীক। এগুলো দেশের জন্য বড় একটি চর্চা এবং নতুন বাংলাদেশের কাঠামো তৈরির ভিত্তি। এগুলো সবার সঙ্গে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।’
ড. ইউনূস আরও বলেন, এই নির্দেশিকা জাতীয় অঙ্গীকারের প্রতিফলন হবে। এটি কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং সমগ্র জাতির স্বপ্নকে সামনে রেখে তৈরি হবে। ভবিষ্যতের নির্বাচনও হবে এই নির্দেশিকার ভিত্তিতে, যাতে সবাই ঐকমত্যে পৌঁছাতে পারে।
প্রধান উপদেষ্টা কমিশনগুলোর সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নের রূপরেখা তৈরি করেছেন। এখন তা বাস্তবায়নের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের মনোভাব এবং মতামতের প্রতিফলনই এই নির্দেশিকার মূল ভিত্তি হবে।’
ড. ইউনূস জানান, এই নির্দেশিকা বাস্তবায়ন করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং এটি ভবিষ্যতের সরকারগুলোর জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘নির্দেশিকা থেকে সরে গেলে আমাদের স্বপ্নের ধারাবাহিকতা নষ্ট হবে। এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে এবং আমাদের অগ্রগতির সনদ হিসেবে কাজ করবে।’
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি গতকাল সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু কীভাবে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে, সেই পদক্ষেপ নেয়নি তারা। অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকারের বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে...
৯ ঘণ্টা আগে৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে এ ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার...
১২ ঘণ্টা আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তির জন্য বিয়ের বিকল্প নেই। আজ সোমবার দুপুরে ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) কর্তৃক পিতৃহীন...
১২ ঘণ্টা আগে