Ajker Patrika

ছাত্রদের আন্দোলনে ভর করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
ছাত্রদের আন্দোলনে ভর করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে: তথ্যমন্ত্রী

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ । গত সোমবার রাতে রামপুরায় বাসের ধাক্কায় এক ছাত্র নিহত হওয়ার ১৫ মিনিটের মধ্যে দুটি ফেসবুক পেজ থেকে কীভাবে লাইভ করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনার ১৫ মিনিটের মধ্যে কারা এতগুলো বাসে আগুন দিয়েছে সেই প্রশ্ন রেখেছেন হাছান মাহমুদ।

সচিবালয়ে আজ বুধবার এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, ঘটনার ১২ মিনিট পরই নিরাপদ সড়ক চাই পেজের অ্যাডমিন সেখানে কীভাবে পৌঁছাল, সেখান থেকে লাইভ কীভাবে করল? ‘বাঁশের কেল্লা’ কীভাবে ১৫ মিনিটের মধ্যে এই খবর পেল এবং সেখান থেকে প্রচার করল? ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ১০/১২টি গাড়িতে আগুন দেওয়া হলো।

হাছান মাহমুদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে বিআরটিসি বাসে হাফ ভাড়া আজ বুধবার থেকে কার্যকরের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে ঢাকার বাস মালিক সমিতি আজ থেকে ঢাকায় হাফ ভাড়া কার্যকর করবে।

সরকার ছাত্রদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল জানিয়ে  তথ্যমন্ত্রী বলেন, রামপুরার ঘটনাটি কি দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ছিল? এত অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি লাইভে গেল, গাড়িতে আগুন দেওয়া হলো। এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা সে প্রশ্ন থেকেই যায়। এ ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে এবং হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ইতিমধ্যে মামলাও হয়েছে।

রামপুরা থেকে এত অল্প সময়ে যারা লাইভ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি-না, এ প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ১৫ মিনিটের মধ্যে বাসে আগুন দেওয়া হলো? ওখানে কিন্তু তার সহপাঠীরা ছিল না। মধ্যরাতে অত ছাত্রও সেখানে ছিল না। তাহলে এরা কারা, সে প্রশ্ন তো অবশ্যই আসে। দ্রুততার সঙ্গে এ কাজ করেছে, এত দ্রুততার সঙ্গে ঢাকার যান মাড়িয়ে সেনাবাহিনীর পক্ষেও সেখানে যাওয়া সম্ভব কি-না  সেটি একটি বড় প্রশ্ন। তাহলে কি আগে থেকেই তারা সেখানে ছিল? তদন্ত হচ্ছে, তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। 

এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, বিআরটিসি বাসে ছাত্রদের হাফ ভাড়া যেভাবে সারা দেশে কার্যকর করা হয়েছে আমি আশা করব চট্টগ্রাম অন্যান্য শহরেও বেসরকারি বাস মালিকেরা একই ধরনের সিদ্ধান্ত নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত