Ajker Patrika

কাল থেকে অগ্রিম টিকিট দেওয়া হবে আন্তদেশিয় ট্রেনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাল থেকে অগ্রিম টিকিট দেওয়া হবে আন্তদেশিয় ট্রেনের 

ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন আগামী ২৯ মে থেকে চালু হচ্ছে। আর ঢাকা ও নিউ জলপাইগুড়ি রুটের নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হবে ১ জুন। ফলে এসব ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কাল থেকে আন্তদেশিয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এই বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘কাল (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে থেকে আন্তদেশিয় ট্রেন মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একইসঙ্গে চট্টগ্রাম ও খুলনা স্টেশনেও বিক্রি হবে টিকিট। তবে এসব ট্রেনের কোন টিকিট অনলাইনে দেওয়া হবে না।’

এদিকে ট্রেনে ভারত যেতে হলে করোনার দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে, অথবা যাত্রার ৭২ ঘণ্টার আগে করোনার আরটিপিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। 

করোনা সংক্রমণের শুরুর দিকে গত ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

উল্লেখ, গত ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল। ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে কলকাতা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। আর দুই দেশের মধ্যে বন্ধন এক্সপ্রেস গত ২০১৭ সালের ৯ নভেম্বর উদ্বোধন করা হয়েছিল। এই ট্রেন খুলনা থেকে বেনাপোল সীমান্ত হয়ে কলকাতা পর্যন্ত সপ্তাহে দুই দিন যাত্রী পরিবহন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত