Ajker Patrika

প্রবাসীরা যাতে এক মাসের মধ্যে চাকরি পান, পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৪৫
প্রবাসীরা যাতে এক মাসের মধ্যে চাকরি পান, পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির

প্রবাসী কর্মীরা বিদেশে গিয়ে অনেক সময় কয়েক মাস বসে থাকতে হয়। তাঁরা যেন বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পান—সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে সুপারিশ করেছে কমিটি।

আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এতে বলা হয়, প্রবাসী কর্মীরা বিদেশে যাওয়ার পরবর্তী মাসেই যেন তাঁদের চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পান—সেটি কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে প্রবাসী কর্মীদের তথ্য হালনাগাদ রাখতে তাঁদের স্মার্ট কার্ডের সঙ্গে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার সুপারিশ করা হয়। দক্ষ প্রবাসী কর্মী গড়ে তুলতে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টিটিসির শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়। 

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ বৃদ্ধি করার জন্য প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি। 

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন ও আয়েশা ফেরদাউস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত