Ajker Patrika

জুলাই গণ-অভ্যুত্থান: শহীদ মিনারে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ-অভ্যুত্থান: শহীদ মিনারে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণের জন্য আগামীকাল সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিন জুলাই উইমেন্স ডে চলচ্চিত্রও প্রদর্শনী হবে।

আজ রোববার (১৩ জুলাই) শিল্পকলা একাডেমি থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

শিল্পকলা একাডেমি জানায়, সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সদস্যবৃন্দ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান। পরে সায়ান পরিবেশন করবেন ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুঁশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’, ‘আমি জুলাইয়ের গল্প বলব’ ইত্যাদি গান।

সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই উইমেন্স ডে উপলক্ষে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। তারপর ‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন এমন পাঁচজন এবং শহীদ পরিবারের তিনজন সদস্য বক্তব্য দেবেন। রাত ৮টায় ‘সংগতি’, ‘অচিরজীবীর প্রার্থনা’, ‘বাঘের গান’ ও ‘নীল নির্বাসন’ গানগুলো পরিবেশন করবে ব্যান্ডদল ইলা লা লা। এরপর থাকছে স্লোগান অংশ। সেখানে জুলাই আন্দোলনের আলোচিত স্লোগানগুলো পরিবেশন করা হবে।

পরে এফ মাইনর পরিবেশন করবে ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ ও ‘মেয়ে’ শিরোনামের গান। পারসা মাহজাবীন ‘চলো ভুলে যাই’, ‘মুক্তির মন্দির’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গান পরিবেশন করবেন। ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তর’, ‘ঘুরে দাঁড়াও’ ও ‘বাংলাদেশ’ গান পরিবেশন করবেন শিল্পী এলিটা করিম।

রাত ১০টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ এবং চীনের যৌথ আয়োজনে এই ‘ড্রোন শো’তে ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে।

উল্লেখ্য, ড্রোন শোতে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাইয়ে এসে পৌঁছাল। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজন হচ্ছে। সহযোগিতায় থাকছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত