Ajker Patrika

গোপালগঞ্জের সহিংস ঘটনা তদন্তে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি

বাসস, ঢাকা 
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৬: ২০
গোপালগঞ্জে গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। ছবি: সরদার রনি
গোপালগঞ্জে গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। ছবি: সরদার রনি

গোপালগঞ্জে গতকাল বুধবার সংঘটিত সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে। কমিটির অন্য দুই সদস্য হলেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং অন্যজন আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যে বা যারা যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ী, তাদেরকে আইনানুগ জবাবদিহিতার আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত