Ajker Patrika

দ্রুত পিটিএ সই করতে চায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২২, ২২: ৩৪
দ্রুত পিটিএ সই করতে চায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া

দ্রুত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করতে চায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। প্রস্তাবিত এ চুক্তিটিতে বাণিজ্যঘাটতি কমাতে বাংলাদেশের তৈরি পোশাক রাখার অনুরোধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, দুই দিনের সফরে ইন্দোনেশিয়া রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত সোমবার বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আর ইন্দোনেশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল পি মারসুদি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষপূর্তিতে বৈঠকে একে অপরকে অভিনন্দন জানান। 

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও ওষুধ, কানেকটিভিটি, তথ্য ও প্রযুক্তি, পর্যটন, হালাল বাণিজ্য, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, যুব ও সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলোতে সহযোগিতা বাড়াতে ঐকমত্যে পৌঁছেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ঝুলে থাকা সমঝোতাগুলো দ্রুত সইয়ের বিষয়ে দুই দেশ আশাবাদ ব্যক্ত করে। অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে পিটিএ সইয়ের বিষয়ে জোর দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য ইন্দোনেশিয়ার সক্রিয় ভূমিকার জন্য আহ্বান জানিয়েছেন এ কে আব্দুল মোমেন। সেই সঙ্গে আশিয়ানের ডায়ালগ অংশীদার হতে সিদ্ধান্ত ত্বরান্বিত করতে অনুরোধ করেন তিনি। বৈঠকের পর বিবৃতি দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। 

এ ছাড়া একই দিনে দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে পিটিএ সইয়ের বিষয়ে দুই মন্ত্রী একমত প্রকাশ করেন। বৈঠকে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আব্দুল মোমেন। 

এদিকে সোমবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এ কে আব্দুল মোমেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত