Ajker Patrika

মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, কথা হতে পারে সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২২: ৪০
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী বুধবার মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দিনের এই সফরে এআরএফের কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়েও দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

তৌহিদ হোসেন আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

মালয়েশিয়া সরকার উগ্রপন্থা অবলম্বন ও জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে এক অভিযানে সম্প্রতি ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

কুয়ালালামপুরে ৮ থেকে ১১ জুলাই এআরএফ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে যোগ দিতে উপদেষ্টার আগামী বুধবার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে সেখানকার সরকারের সঙ্গে কথা হবে কি না—জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘যদি সুযোগ থাকে, কথা বলব।’

উপদেষ্টা বলেন, ‘যদি কারও জঙ্গিসংশ্লিষ্টতা থাকে, আমরা (বাংলাদেশ) মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।’

তবে যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের ভিন্ন কারণে ফেরত পাঠানো হয়েছে—এমন দাবি করে উপদেষ্টা বলেন, তাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করার মতো কিছু কারণে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার বিস্তারিত জানতে চেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত