Ajker Patrika

ওমানে বাংলাদেশের এমপি আটক, মুচলেকায় মুক্ত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ওমান সরকারের অনুমতি ছাড়া রাজধানী মাসকাটে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। গতকাল মঙ্গলবার স্থানীয় হাফফা হাউস মাসকাট হোটেলে এ ঘটনা ঘটে।

প্রায় ১৮ ঘণ্টা আটক থাকার পর ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনী মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়। মাসকাটের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস অনানুষ্ঠানিকভাবে বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার বলেন, এ বিষয়ে তাঁর কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। কোনো এমপি ব্যক্তিগত সফরে থাকতে পারেন জানিয়ে মন্ত্রী বলেন, এ মুহূর্তে এমপিদের কোনো দল ওমানে সরকারি সফরে নেই।

তবে মাসকাটের কূটনৈতিক একটি সূত্র জানায়, সনি আওয়ামী লীগের ওমান শাখার নেতা কর্মীদের সঙ্গে ওই হোটেলে একটি রাজনৈতিক বৈঠক করছিলেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে সভাটি বন্ধ করে দেয়। সেখান থেকে তাঁকেসহ কয়েকজন আটক হন। পরে দূতাবাসের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

খাদিজাতুল আনোয়ার সনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ২০১৯ সালে সংসদ সদস্য হন। তাঁর পিতা চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত