অনলাইন ডেস্ক
বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে। কান্নারুদ্ধ কণ্ঠে তাঁকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একাকী বোধ করার কথা বলতে দেখা যায়। তিনি বলিউডে কিছু কলাকুশলীদের সিন্ডিকেটে দিকে ইঙ্গিত করেন। বলিউডকে অনেক ‘রূঢ়’ বলে বর্ণনা করেন তিনি। অভিযোগ করেন, বলিউডের মঙ্গল নিয়ে খুব কম লোকই ভাবে। বলিউড নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন বাবিল।
ভিডিওটিতে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং এমনকি অরিজিৎ সিং–এর মতো বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন বাবিল।
তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যা বলতে চাইছি তা হলো, আমি শুধু আপনাদের জানাতে চাই যে, শানায়া কাপুর, অনন্যা পান্ডে এবং অর্জুন কাপুর ও সিদ্ধান্ত চতুর্বেদী এবং রাঘব জুয়াল ও আদর্শ গৌরব এবং এমনকি...অরিজিৎ সিং–এর মতো মানুষও রয়েছেন? আরও অনেক, অনেক নাম আছে। বলিউড এতটাই গোলমেলে। বলিউড খুবই, খুবই রূঢ়।’
ভিডিওকে বাবিলকে জোর করে কান্না আটকে রাখতে দেখা যায়। একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট–এ বাবিলের দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ভিডিওটি আপলোড করার কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন বাবিল। এমনকি পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিজেবল করেছেন বলেও একটি রেডিট অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে।
বাবিলের ভিডিও ক্লিপটি দুটি অনলাইনে ঝড় তুলেছে। অনেক রেডিট ব্যবহারকারী বাবিলের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ঈশ্বর, এটা সত্যিই দুঃখজনক। তিনি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন।’ অন্য একজন বলেছেন, ‘স্পষ্টতই কিছু একটা ঘটেছে। তিনি খুব বাবাকে ছাড়া খুবই প্রতিযোগিতামূলক একটি জগতে এসে পড়েছেন। আমি আশা করি, তাঁকে সাহায্য করা হবে। বাবিল এটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার মনে করে মন থেকে ঝেড়ে ফেলে আরও শক্ত হয়ে ফিরে আসবেন!’
এ সপ্তাহেই, বাবিল তাঁর বাবা ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছিলেন। ইরফান খান ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
এক বছর যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতে ফিরে আসেন ইরফান। পরে কোলন সংক্রমণে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যান।
বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে। কান্নারুদ্ধ কণ্ঠে তাঁকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একাকী বোধ করার কথা বলতে দেখা যায়। তিনি বলিউডে কিছু কলাকুশলীদের সিন্ডিকেটে দিকে ইঙ্গিত করেন। বলিউডকে অনেক ‘রূঢ়’ বলে বর্ণনা করেন তিনি। অভিযোগ করেন, বলিউডের মঙ্গল নিয়ে খুব কম লোকই ভাবে। বলিউড নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন বাবিল।
ভিডিওটিতে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং এমনকি অরিজিৎ সিং–এর মতো বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন বাবিল।
তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যা বলতে চাইছি তা হলো, আমি শুধু আপনাদের জানাতে চাই যে, শানায়া কাপুর, অনন্যা পান্ডে এবং অর্জুন কাপুর ও সিদ্ধান্ত চতুর্বেদী এবং রাঘব জুয়াল ও আদর্শ গৌরব এবং এমনকি...অরিজিৎ সিং–এর মতো মানুষও রয়েছেন? আরও অনেক, অনেক নাম আছে। বলিউড এতটাই গোলমেলে। বলিউড খুবই, খুবই রূঢ়।’
ভিডিওকে বাবিলকে জোর করে কান্না আটকে রাখতে দেখা যায়। একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট–এ বাবিলের দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ভিডিওটি আপলোড করার কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন বাবিল। এমনকি পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিজেবল করেছেন বলেও একটি রেডিট অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে।
বাবিলের ভিডিও ক্লিপটি দুটি অনলাইনে ঝড় তুলেছে। অনেক রেডিট ব্যবহারকারী বাবিলের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ঈশ্বর, এটা সত্যিই দুঃখজনক। তিনি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন।’ অন্য একজন বলেছেন, ‘স্পষ্টতই কিছু একটা ঘটেছে। তিনি খুব বাবাকে ছাড়া খুবই প্রতিযোগিতামূলক একটি জগতে এসে পড়েছেন। আমি আশা করি, তাঁকে সাহায্য করা হবে। বাবিল এটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার মনে করে মন থেকে ঝেড়ে ফেলে আরও শক্ত হয়ে ফিরে আসবেন!’
এ সপ্তাহেই, বাবিল তাঁর বাবা ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছিলেন। ইরফান খান ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
এক বছর যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতে ফিরে আসেন ইরফান। পরে কোলন সংক্রমণে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যান।
রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে মনির হোসেন নামের এক স্টান্টম্যান মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন।
১৫ ঘণ্টা আগে‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না...
১৬ ঘণ্টা আগেগত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল।
১৬ ঘণ্টা আগে