অনলাইন ডেস্ক
বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে। কান্নারুদ্ধ কণ্ঠে তাঁকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একাকী বোধ করার কথা বলতে দেখা যায়। তিনি বলিউডে কিছু কলাকুশলীদের সিন্ডিকেটে দিকে ইঙ্গিত করেন। বলিউডকে অনেক ‘রূঢ়’ বলে বর্ণনা করেন তিনি। অভিযোগ করেন, বলিউডের মঙ্গল নিয়ে খুব কম লোকই ভাবে। বলিউড নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন বাবিল।
ভিডিওটিতে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং এমনকি অরিজিৎ সিং–এর মতো বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন বাবিল।
তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যা বলতে চাইছি তা হলো, আমি শুধু আপনাদের জানাতে চাই যে, শানায়া কাপুর, অনন্যা পান্ডে এবং অর্জুন কাপুর ও সিদ্ধান্ত চতুর্বেদী এবং রাঘব জুয়াল ও আদর্শ গৌরব এবং এমনকি...অরিজিৎ সিং–এর মতো মানুষও রয়েছেন? আরও অনেক, অনেক নাম আছে। বলিউড এতটাই গোলমেলে। বলিউড খুবই, খুবই রূঢ়।’
ভিডিওকে বাবিলকে জোর করে কান্না আটকে রাখতে দেখা যায়। একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট–এ বাবিলের দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ভিডিওটি আপলোড করার কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন বাবিল। এমনকি পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিজেবল করেছেন বলেও একটি রেডিট অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে।
বাবিলের ভিডিও ক্লিপটি দুটি অনলাইনে ঝড় তুলেছে। অনেক রেডিট ব্যবহারকারী বাবিলের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ঈশ্বর, এটা সত্যিই দুঃখজনক। তিনি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন।’ অন্য একজন বলেছেন, ‘স্পষ্টতই কিছু একটা ঘটেছে। তিনি খুব বাবাকে ছাড়া খুবই প্রতিযোগিতামূলক একটি জগতে এসে পড়েছেন। আমি আশা করি, তাঁকে সাহায্য করা হবে। বাবিল এটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার মনে করে মন থেকে ঝেড়ে ফেলে আরও শক্ত হয়ে ফিরে আসবেন!’
এ সপ্তাহেই, বাবিল তাঁর বাবা ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছিলেন। ইরফান খান ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
এক বছর যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতে ফিরে আসেন ইরফান। পরে কোলন সংক্রমণে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যান।
বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে। কান্নারুদ্ধ কণ্ঠে তাঁকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একাকী বোধ করার কথা বলতে দেখা যায়। তিনি বলিউডে কিছু কলাকুশলীদের সিন্ডিকেটে দিকে ইঙ্গিত করেন। বলিউডকে অনেক ‘রূঢ়’ বলে বর্ণনা করেন তিনি। অভিযোগ করেন, বলিউডের মঙ্গল নিয়ে খুব কম লোকই ভাবে। বলিউড নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন বাবিল।
ভিডিওটিতে শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং এমনকি অরিজিৎ সিং–এর মতো বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন বাবিল।
তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যা বলতে চাইছি তা হলো, আমি শুধু আপনাদের জানাতে চাই যে, শানায়া কাপুর, অনন্যা পান্ডে এবং অর্জুন কাপুর ও সিদ্ধান্ত চতুর্বেদী এবং রাঘব জুয়াল ও আদর্শ গৌরব এবং এমনকি...অরিজিৎ সিং–এর মতো মানুষও রয়েছেন? আরও অনেক, অনেক নাম আছে। বলিউড এতটাই গোলমেলে। বলিউড খুবই, খুবই রূঢ়।’
ভিডিওকে বাবিলকে জোর করে কান্না আটকে রাখতে দেখা যায়। একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট–এ বাবিলের দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ভিডিওটি আপলোড করার কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন বাবিল। এমনকি পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিজেবল করেছেন বলেও একটি রেডিট অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে।
বাবিলের ভিডিও ক্লিপটি দুটি অনলাইনে ঝড় তুলেছে। অনেক রেডিট ব্যবহারকারী বাবিলের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ঈশ্বর, এটা সত্যিই দুঃখজনক। তিনি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন।’ অন্য একজন বলেছেন, ‘স্পষ্টতই কিছু একটা ঘটেছে। তিনি খুব বাবাকে ছাড়া খুবই প্রতিযোগিতামূলক একটি জগতে এসে পড়েছেন। আমি আশা করি, তাঁকে সাহায্য করা হবে। বাবিল এটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার মনে করে মন থেকে ঝেড়ে ফেলে আরও শক্ত হয়ে ফিরে আসবেন!’
এ সপ্তাহেই, বাবিল তাঁর বাবা ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছিলেন। ইরফান খান ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
এক বছর যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতে ফিরে আসেন ইরফান। পরে কোলন সংক্রমণে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যান।
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৩ ঘণ্টা আগে