নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের প্রথম দুই দিন হবে রাষ্ট্রীয় সফরের অংশ। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারকে সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বুধবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।’
বিমানটি স্থানীয় সময় বেলা ৩টায় মালে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী পরদিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় নৌযানে করে মালের উদ্দেশে যাবেন প্রধানমন্ত্রী। মালেতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ তাঁকে অভ্যর্থনা জানাবেন। সে সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের কার্যালয়ে যাবেন শেখ হাসিনা।
সেদিন সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সেখানে সমঝোতা স্মারক সই এবং সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠিত হবে। এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে। সেখান থেকে দুপুরে হোটেল জেন মালেতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, এরপর প্রধান বিচারপতি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে হোটেল থেকে মালদ্বীপের পার্লামেন্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে মোট চারটি সমঝোতা স্মারকে সই হবে। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে মালদ্বীপকে। প্রধানমন্ত্রীর এই সফরে সেগুলো মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এরই মধ্যে সামরিক যানগুলো মালদ্বীপে পাঠানো হয়েছে।
২৪ থেকে ২৬ ডিসেম্বর মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ ডিসেম্বর বিকেলের দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের প্রথম দুই দিন হবে রাষ্ট্রীয় সফরের অংশ। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারকে সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বুধবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।’
বিমানটি স্থানীয় সময় বেলা ৩টায় মালে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী পরদিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় নৌযানে করে মালের উদ্দেশে যাবেন প্রধানমন্ত্রী। মালেতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ তাঁকে অভ্যর্থনা জানাবেন। সে সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের কার্যালয়ে যাবেন শেখ হাসিনা।
সেদিন সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সেখানে সমঝোতা স্মারক সই এবং সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠিত হবে। এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে। সেখান থেকে দুপুরে হোটেল জেন মালেতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, এরপর প্রধান বিচারপতি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে হোটেল থেকে মালদ্বীপের পার্লামেন্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে মোট চারটি সমঝোতা স্মারকে সই হবে। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে মালদ্বীপকে। প্রধানমন্ত্রীর এই সফরে সেগুলো মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এরই মধ্যে সামরিক যানগুলো মালদ্বীপে পাঠানো হয়েছে।
২৪ থেকে ২৬ ডিসেম্বর মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ ডিসেম্বর বিকেলের দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা অবরুদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তাঁদের এনআইডি যাচাই করে সেবা নেওয়ার পথ রুদ্ধ হলো। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগেরাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পাঁচটি কমিশনের একটি শ্রমবিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন...
১ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগেহাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনার জন্য সচিব, রেলপথ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য সদস্যদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে এবং প্রতিটি হাসপাতালের জন্য পৃথক স্থানীয় যৌথ ব্যবস্থাপনা কমিটি থাকবে। এই ব্যবস্থাপনা কমিটির গঠন ও কার্যপরিধি সরকার..
৩ ঘণ্টা আগে