Ajker Patrika

তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ০২
তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি দল

 

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে।

এরই মধ্যে বাংলাদেশ থেকে তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। দলটি মূলত তুরস্কের আদিয়ামান শহরে তাঁদের কার্যক্রম চালাচ্ছে। প্রথম দিনের কার্যক্রমে বাংলাদেশের সম্মিলিত এই উদ্ধারকারী দল ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছে। এ ছাড়া তিনটি মরদেহ উদ্ধার করেছে দলটি। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

প্রথম বিদেশি উদ্ধার অভিযানে তুরস্কে ফায়ার সার্ভিসের দলবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যাওয়া ৬০ সদস্যের উদ্ধারকারী দল গত বৃহস্পতিবার আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তাঁরা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে।

বাংলাদেশি দলে ফায়ার সার্ভিসের ১২ জন, ১০ জন চিকিৎসক, সেনাবাহিনীর ২৪ জন এবং ১৪ জন কেবিন ক্রু রয়েছেন।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত