নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী–সন্তান আজ বুধবার সকালের একটি ফ্লাইটে বাহরাইনে গেছেন। বাহরাইন থেকে তাঁদের দুবাই যাওয়ার কথা রয়েছে। তাঁদের সঙ্গে আজিজ আহমেদের যাওয়ার কথা থাকলেও তিনি ফ্লাইটে ওঠেননি।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, মামলা থাকার পরও যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই তাদের যেতে কোনো সমস্যা নেই। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান সপরিবারের বিদেশে গেছেন কি না—সেটি নিশ্চিত হয়ে বলতে হবে। কারণ, প্রতিদিন কমপক্ষে ১০ হাজার লোক বিমানবন্দর বিদেশ যাচ্ছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইট ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। ওই ফ্লাইটে আজিজ আহমেদের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজের এই ফ্লাইটের টিকেট কাটা ছিল। তবে তিনি চেকইন করেননি।
প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজিজ আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে তিনি বিদেশ গেছেন কি না—সেটি নিশ্চিত জানা যায়নি।
অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তাঁর ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী হারিস ও জোসেফের নাম পরিবর্তন করে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। তাঁর কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে বলে আলোচনা রয়েছে।
জানা গেছে, আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
আরও পড়ুন:
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী–সন্তান আজ বুধবার সকালের একটি ফ্লাইটে বাহরাইনে গেছেন। বাহরাইন থেকে তাঁদের দুবাই যাওয়ার কথা রয়েছে। তাঁদের সঙ্গে আজিজ আহমেদের যাওয়ার কথা থাকলেও তিনি ফ্লাইটে ওঠেননি।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, মামলা থাকার পরও যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই তাদের যেতে কোনো সমস্যা নেই। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান সপরিবারের বিদেশে গেছেন কি না—সেটি নিশ্চিত হয়ে বলতে হবে। কারণ, প্রতিদিন কমপক্ষে ১০ হাজার লোক বিমানবন্দর বিদেশ যাচ্ছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইট ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। ওই ফ্লাইটে আজিজ আহমেদের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজের এই ফ্লাইটের টিকেট কাটা ছিল। তবে তিনি চেকইন করেননি।
প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজিজ আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে তিনি বিদেশ গেছেন কি না—সেটি নিশ্চিত জানা যায়নি।
অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তাঁর ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী হারিস ও জোসেফের নাম পরিবর্তন করে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। তাঁর কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে বলে আলোচনা রয়েছে।
জানা গেছে, আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
আরও পড়ুন:
তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে একটি নির্দিষ্ট কমিটি গঠনের বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
৫ মিনিট আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের ব্যবহৃত জিনিসপত্র গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ লক্ষ্যে একটি নিলাম কমিটি গঠন করে দিয়েছেন।
২৯ মিনিট আগেমাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। আজ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসীন নকভীর সৌজন্য সাক্ষাৎ
১ ঘণ্টা আগে২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে গভীর রাত পর্যন্ত সময় লাগার ঘটনায় ক্ষুব্ধ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। গতকাল মঙ্গলবার তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করে।
২ ঘণ্টা আগে