Ajker Patrika

বাংলাদেশি মাছ ধরা জাহাজ ধরে নিয়ে গেল ভারত, ঢাকার প্রতিবাদ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯: ৫১
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। ছবি: সংগৃহীত
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জন জেলে ও নাবিকসহ দুটি মাছ ধরার জাহাজ নিয়ে ধরে নিয়ে গিয়েছে ভারত। গত সোমবার ভারতীয় কোস্ট গার্ড জাহাজ দুটি ধরে নিয়ে যায়। ভারতের কাছে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে সরকার। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিমুর-লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার বাংলাদেশ সফর উপলক্ষে প্রেস ব্রিফিংটি ডাকা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সরকার একটি কূটনৈতিকপত্রের মাধ্যমে ভারতকে প্রতিবাদ জানিয়েছে।

উল্লেখ্য, খুলনাসংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় গত সোমবার ভারতীয় কোস্ট গার্ড ৭৯ নাবিক ও জেলেসহ মাছ ধরার জাহাজ দুটি ধরে নিয়ে যায়। জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। ভারতীয় কর্তৃপক্ষ গতকাল বুধবার জেলে ও নাবিকসহ জাহাজের ছবি প্রকাশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত