Ajker Patrika

শুদ্ধাচার পুরস্কার পেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
শুদ্ধাচার পুরস্কার পেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান

ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থ বছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। 

আজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি জানিয়েছেন। 

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মো. আব্দুল কাইউম সরকার জানিয়েছেন, এ ধরনের পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে গৌরবের। এ পুরস্কার আমার পথচলাকে আরও মহিমান্বিত করবে এবং বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে কাজ করতে সাহসী করবে। 

প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতার উন্নয়নে ও নৈতিকতার বিকাশে ভূমিকা রাখার জন্য মূলত এ পুরস্কার প্রদান করা হয়। 

পুরস্কার হিসেবে তাঁকে সনদ ও এক মাসের মূল বেতনের সম-পরিমাণ অর্থ প্রদান করা হয়। দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে 'জাতীয় শুদ্ধাচার নীতিমালা ২০১৭ 'র অধীনে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন। 

পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত