নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি দ্রুতই গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহফুজ আলম বলেন, ‘স্যার পরিষ্কার করে বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি করা হবে। বিধি অনুয়ায়ী এতে ছয়জন সদস্য থাকার কথা। এ ছাড়া আরও যে বিধিমালা অনুযায়ী যা যা করার দরকার তা করা হবে। এটার ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে কবে, কীভাবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদ হতে শুরু করে আরও অন্যান্য যা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে। সমান্তরালে সংস্কার কমিশনগুলো কাজ করে যাবে।’
মাহফুজ আলম আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আওয়ামী লীগ ও তাদের শরিকদের নিষিদ্ধের দাবি এসেছে। তাদের রাজনীতি কীভাবে সীমাবদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা এসেছে। গত যে তিনটি নির্বাচন হয়েছে তা অবৈধ, এ তিনটা নির্বাচন কীভাবে অবৈধ ঘোষণা করা যায়, তা নিয়ে অভিমত ব্যক্ত করেছেন। গণপরিষদ নির্বাচনের বিষয়ে একটি দল বলেছে।’
নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্চ কমিটি ঠিক করবে নির্বাচন কমিশনার কারা হবেন। পরবর্তী সময় আরও অনেকগুলো কার্যক্রম হবে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ, গত তিনটা নির্বাচনে তরুণেরা ভোট দিতে পারেন নাই। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ অনেকগুলো প্রসিডিউর আছে, সেগুলো নির্বাচন কমিশন এসে ঠিক করবে। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা অগ্রসর হয়েছে। এর পরবর্তী আপনারা দেখবেন কীভাবে এটা রোডম্যাপ অনুযায়ী চলবে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে হবে।’
তিনি আরও বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর চাপ কিংবা লিয়াজোঁ হবে না বা আঁতাত হবে না। অন্তর্বর্তী সরকারের নির্দলীয় অবস্থান বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি দ্রুতই গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহফুজ আলম বলেন, ‘স্যার পরিষ্কার করে বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি করা হবে। বিধি অনুয়ায়ী এতে ছয়জন সদস্য থাকার কথা। এ ছাড়া আরও যে বিধিমালা অনুযায়ী যা যা করার দরকার তা করা হবে। এটার ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে কবে, কীভাবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদ হতে শুরু করে আরও অন্যান্য যা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে। সমান্তরালে সংস্কার কমিশনগুলো কাজ করে যাবে।’
মাহফুজ আলম আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আওয়ামী লীগ ও তাদের শরিকদের নিষিদ্ধের দাবি এসেছে। তাদের রাজনীতি কীভাবে সীমাবদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা এসেছে। গত যে তিনটি নির্বাচন হয়েছে তা অবৈধ, এ তিনটা নির্বাচন কীভাবে অবৈধ ঘোষণা করা যায়, তা নিয়ে অভিমত ব্যক্ত করেছেন। গণপরিষদ নির্বাচনের বিষয়ে একটি দল বলেছে।’
নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্চ কমিটি ঠিক করবে নির্বাচন কমিশনার কারা হবেন। পরবর্তী সময় আরও অনেকগুলো কার্যক্রম হবে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ, গত তিনটা নির্বাচনে তরুণেরা ভোট দিতে পারেন নাই। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ অনেকগুলো প্রসিডিউর আছে, সেগুলো নির্বাচন কমিশন এসে ঠিক করবে। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা অগ্রসর হয়েছে। এর পরবর্তী আপনারা দেখবেন কীভাবে এটা রোডম্যাপ অনুযায়ী চলবে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে হবে।’
তিনি আরও বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর চাপ কিংবা লিয়াজোঁ হবে না বা আঁতাত হবে না। অন্তর্বর্তী সরকারের নির্দলীয় অবস্থান বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
সেন্টমার্টিনে যে কোনো প্রকার পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আজ শনিবার থেকে কার্যকর হয়েছে। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাস কোনো পর্যটক যেতে পারবেন না। পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে...
১১ মিনিট আগেকুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৩১ মিনিট আগেকৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৫ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
৫ ঘণ্টা আগে