ঢাবি প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি ‘রেজিস্ট্যান্স উইক’–এর অংশ হিসেবে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের মোর্চা—বৈষম্যরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের নেতা–কর্মীদেরও দেখা মেলে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার বিচারের দাবিতে জড়ো হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বিকেল ৫ টার পর শাহবাগ ছেড়ে যান শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত চার দফাগুলো হলো ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে; সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে; প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আমরা রাজপথ ছেড়ে দিই নাই। আমরা এখানে চার দফা দাবি আদায় ও রেজিস্টেন্স উইক পালনের জন্য সমবেত হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন আপনারা ভারতের কাছে আবেদন করেন, সেখানে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমেরিকায় বসে দেশ চালানোর কোনো ধরনের অধিকার আপনাদের নেই। আপনাদের নৌকা অনেক আগেই ফুটা হয়ে গিয়েছে। আপনাদের বইঠা কী? আপনাদের নৌকার পাটাতনই নাই। তাই বইঠা খুঁজে লাভ নাই। মোদির বইঠা দিয়ে বাংলাদেশের নৌক আপনারা চালাবেন, এই আশা আপনারা করিয়েন না।’
শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদলের নেতা–কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে সর্বাত্মকভাবে অংশ নিয়েছে। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার দাবি করছি। গত ১৫–১৬ বছরের সব হত্যাকাণ্ডের, গুম, খুন নির্যাতনের বিচারের দাবি করছি। সত্যিকারের অপরাধীরা বিচারের আওতায় আসুক, নিরপরাধ আওয়ামী লীগের নেতা শাস্তি পাক, এটা আমরা কখনোই চাই না।’
অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আমানুল্লাহ আমান, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি ‘রেজিস্ট্যান্স উইক’–এর অংশ হিসেবে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের মোর্চা—বৈষম্যরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের নেতা–কর্মীদেরও দেখা মেলে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার বিচারের দাবিতে জড়ো হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বিকেল ৫ টার পর শাহবাগ ছেড়ে যান শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত চার দফাগুলো হলো ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে; সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে; প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আমরা রাজপথ ছেড়ে দিই নাই। আমরা এখানে চার দফা দাবি আদায় ও রেজিস্টেন্স উইক পালনের জন্য সমবেত হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন আপনারা ভারতের কাছে আবেদন করেন, সেখানে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমেরিকায় বসে দেশ চালানোর কোনো ধরনের অধিকার আপনাদের নেই। আপনাদের নৌকা অনেক আগেই ফুটা হয়ে গিয়েছে। আপনাদের বইঠা কী? আপনাদের নৌকার পাটাতনই নাই। তাই বইঠা খুঁজে লাভ নাই। মোদির বইঠা দিয়ে বাংলাদেশের নৌক আপনারা চালাবেন, এই আশা আপনারা করিয়েন না।’
শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদলের নেতা–কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে সর্বাত্মকভাবে অংশ নিয়েছে। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার দাবি করছি। গত ১৫–১৬ বছরের সব হত্যাকাণ্ডের, গুম, খুন নির্যাতনের বিচারের দাবি করছি। সত্যিকারের অপরাধীরা বিচারের আওতায় আসুক, নিরপরাধ আওয়ামী লীগের নেতা শাস্তি পাক, এটা আমরা কখনোই চাই না।’
অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আমানুল্লাহ আমান, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর ৯৯৪ জন হিজড়া ভোটার রয়েছেন...
১ ঘণ্টা আগেতত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আবেদন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে ৫টি বাস দেওয়ার বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি কয়েকটি ব
১৪ ঘণ্টা আগেএনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বাস রিকুইজিশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এই কর্মকাণ্ড জন্মলগ্নেই এনসিপির ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেয়। তিনি দলটিকে ভবিষ্যতে এ
১৪ ঘণ্টা আগে