Ajker Patrika

কর্মী প্রেরণে বাংলাদেশ-বসনিয়া সমঝোতা আলোচনায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কর্মী প্রেরণে বাংলাদেশ-বসনিয়া সমঝোতা আলোচনায়

বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণে বসনিয়ার সঙ্গে সমঝোতা সইয়ের বিষয়ে আলোচনা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বসনিয়ার রাষ্ট্রদূত মোহাম্মেদ সেনজিক এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। বুধবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরও ‍উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের, বসনিয়া দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ তানিম হাসান প্রমুখ।
 
বৈঠকে তাঁরা বসনিয়ার শ্রমবাজার পরিস্থিতি এবং বসনিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে বসনিয়ায় কর্মী প্রেরণ বিষয়ে একটি সমঝোতা সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী যে কোনো অনিয়মতান্ত্রিক অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত