কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে সরকারকে সহায়তার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য রোরি ম্যানগোভেন।
আজ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার সংস্থার একটি অগ্রবর্তী দল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার প্রধান রোরি ম্যানগোভেন এ কথা বলেন। তাঁর নেতৃত্বে তিনজনের একটি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
বৈঠকের পর রোরি ম্যানগোভেন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের জন্য কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা যায়, সে বিষয় কথা হয়েছে।’
তিন সদস্যের এই দলটি ঘটনাগুলোর তদন্তের মূল দল নয় জানিয়ে সংস্থাটির এই কর্মকর্তা বলেন, এবারের সফরে তাঁরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তদন্তের ক্ষেত্রে এখানকার চাহিদা ও অগ্রাধিকার কেমন, তা জানবেন। এর বাইরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস এই কাজে কীভাবে সহায়তা দিতে পারে, তা বোঝার চেষ্টা করবেন।
রোরি ম্যানগোভেন বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণেরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি।
আজ সকালে দেওয়া জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের অনুরোধেই সংস্থাটি তদন্তের সুযোগগুলো খতিয়ে দেখছে। তিন সদস্যের এই দলটি আগামী ২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এরপর তথ্যানুসন্ধানের জন্য আরেক দল বিশেষজ্ঞ আসবেন।
ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে সরকারকে সহায়তার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য রোরি ম্যানগোভেন।
আজ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার সংস্থার একটি অগ্রবর্তী দল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার প্রধান রোরি ম্যানগোভেন এ কথা বলেন। তাঁর নেতৃত্বে তিনজনের একটি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
বৈঠকের পর রোরি ম্যানগোভেন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের জন্য কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা যায়, সে বিষয় কথা হয়েছে।’
তিন সদস্যের এই দলটি ঘটনাগুলোর তদন্তের মূল দল নয় জানিয়ে সংস্থাটির এই কর্মকর্তা বলেন, এবারের সফরে তাঁরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তদন্তের ক্ষেত্রে এখানকার চাহিদা ও অগ্রাধিকার কেমন, তা জানবেন। এর বাইরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস এই কাজে কীভাবে সহায়তা দিতে পারে, তা বোঝার চেষ্টা করবেন।
রোরি ম্যানগোভেন বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণেরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি।
আজ সকালে দেওয়া জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের অনুরোধেই সংস্থাটি তদন্তের সুযোগগুলো খতিয়ে দেখছে। তিন সদস্যের এই দলটি আগামী ২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এরপর তথ্যানুসন্ধানের জন্য আরেক দল বিশেষজ্ঞ আসবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
২ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ শেষ না করেই প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার মদদে এই দুর্নীতি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটিসহ অন্য কিছু বিষয় তদন্তে কম
৩ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫৪ জন, যার সিংহভাগই শিশু ও কিশোরী। কেবল জুন মাসেই ধর্ষণের শিকার ৬৫ জন, যার মধ্যে ৪৩ জনই শিশু। এমনকি ধর্ষণের পর প্রাণ হারিয়েছে তিনজন, যাদের দুজনই শিশু।
৫ ঘণ্টা আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
৮ ঘণ্টা আগে