Ajker Patrika

ভাষা গবেষণায় পুরস্কার পাচ্ছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভাষা গবেষণায় পুরস্কার পাচ্ছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান

বিলুপ্তপ্রায় জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও গবেষণায় বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হচ্ছেন টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। বেদে জনগোষ্ঠীর ভাষা নিয়ে তাঁর প্রকাশিত গবেষণামূলক গ্রন্থের নাম ‘ঠার’। বইটি প্রকাশের পর দেশে এবং বিদেশে পাঠক মহলে তিনি ব্যাপক প্রশংসা পান। 

আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ ও গবেষণায় বিশেষ অবদান রাখায় তিন ব্যক্তি ও এক সংগঠনকে পুরস্কৃত করা হবে। আগামীকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন ব্যক্তি ও এক সংগঠনের প্রতিনিধিকে পুরস্কৃত করবেন।’ 

পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। যারা আমাকে বইটি প্রকাশে নানাভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ 

জানা যায়, এ বছর বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ ও গবেষণায় অবদান রাখায় পুরস্কৃত হচ্ছেন টুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান, ড. রনজিত সিংহ, ভারতের নাগরিক ড. মাহেন্দ্র কুমার মিশ্র এবং কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত